মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও ভূগোল
পূর্ণমান ঃ ২০
১। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ যে গ্রিক পন্ডিত প্রথম পৃথিবীর গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন -
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) এরাটোস্থেনিস
(ঘ) ম্যাগেলান
উত্তরঃ (খ) অ্যারিস্টটল
১.২ ২৩ ১/২⁰ উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো -
(ক) কর্কটক্রান্ত রেখা
(খ) মকরক্রান্তি রেখা
(গ) সুমেরুবৃত্ত রেখা
(ঘ) নিরক্ষরেখা
উত্তরঃ (ক) কর্কটক্রান্ত রেখা
১.৩ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো -
(ক) ০⁰
(খ) ৯০⁰
(গ) ২৩ ১/২⁰
(ঘ) ৬৬ ১/২⁰
উত্তরঃ (ঘ) ৬৬ ১/২⁰
২.১ বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো।
২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না।
উত্তরঃ ভুল
২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিম আবর্তন করে।
উত্তরঃ ভুল
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও ঃ
২.২.১ পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো?
উত্তরঃ পৃথিবীর আকৃতি যদি টেবিলের মতো চ্যাপ্টা সমতল হত তাহলে ভূ-পৃষ্ঠের সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত।
Download Model Activity Task 2022 Apps
২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণ দিক হবে?
উত্তরঃ পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।
২.২.৩ গ্রীনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমারেখার নাম লেখো।
উত্তরঃ লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা। আর এই মূলমধ্য রেখার মান ০⁰।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো।
উত্তরঃ পৃথিবীর সর্বোচ্চ স্থান হল হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার উঁচু) এবং সর্বনিম্ন স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (১০৯১৫ মিটার নীচু)।
৩.২ নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
উত্তরঃ নিরক্ষরেখার প্রয়োজনীয়তা হল -
(১) অক্ষাংশ নির্ণয় ঃ এই রেখার সাহায্য কোনো স্থানের অক্ষাংশ নির্নয় করা হয়।
(২) গোলার্ধে বিভাজন ঃ নিরক্ষরেখা পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়ে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে।
৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো।
উত্তরঃ
৫। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।' - উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তরঃ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে এর ওপর-নীচ কিছুটা চাপা আর মাঝবরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে 'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো'। যাকে জিয়ড বলা হয়।
পৃথিবীতে মাউন্ট এভারেস্টের মতো সর্বোচ্চ স্থান (৮৮৪৮ মিটার উঁচু) যেমন রয়েছে, তেমনই মারিয়ানা খাতের মতো সর্বনিম্ন স্থানও (১০৯১৫ মিটার নীচু) রয়েছে। পৃথিবীপৃষ্ঠের এই সর্বোচ্চ এবং সর্বনম্ন স্থান দুটির মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় ২০ কিমি। তাই উঁচুনীচু অনিয়মিত ভূপৃষ্ঠের সঙ্গে প্রকৃতপক্ষে কোনো বাস্তব পদার্থেরই আকৃতির মিল পাওয়া যায় না।
উপগ্রহ দ্বারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় - পৃথিবী পুরোপুরি গোল নয়। নিরক্ষীয় অঞ্চল স্ফীত ও মেরু প্রদেশ কিছুটা চাপা। হিসাব করে দেখা গেছে, পৃথিবীর মধ্যভাগ ৪২ কিলোমিটার স্ফীত। পৃথিবীর এই আকৃতির সঙ্গে পার্থিব কোনো বস্তুরই মিল নেই বলে পৃথিবীর আকারকে তার নিজের আকৃতির সঙ্গেই তুলনা করা হয়। এই কারণে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো বলা যায়, যাকে ইংরেজিতে বলে 'জিয়ড'।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ