মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান ঃ ১৫
১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ
Download Model Activity Task 2022 Apps
(ক) প্রতিদিন সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয়?
উত্তরঃ দেহ ও মন দুই-ই ভালো থাকে।
(খ) প্রতিদিন বাড়িতে তুমি কী কী কাজ করো তার তালিকা তৈরি করো।
উত্তরঃ নিজের পড়াশোনা করা, বই গুলো গুছিয়ে রাখা, নিজের জামা-কাপর নিজেই ধোঁয়া ইত্যাদি।
(গ) প্রতিদিন কী অনুশীলন করো এমন যেকোনো দুটি যোগাসনের নাম লেখো।
উত্তরঃ যোগাসন
(ঘ) তুমি নিজে অনুশীলন করো এমন যেকোনো দুটি যোগাসনের নাম লেখো।
উত্তরঃ পদ্মাসন ও বজ্রাসন
(ঙ) স্কুলে কী কী শেখা যায়?
উত্তরঃ পড়াশোনা ও যোগাসন
Download Model Activity Task 2022 Apps
(চ) কারা কারা তোমার গুরুজন তা লেখো।
উত্তরঃ বাবা, মা, শিক্ষক-শিক্ষিকা এবং আমাদের থেকে বড় সবাই।
(ছ) কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো।
উত্তরঃ দাঁত মাজা, নিজের জামা-কাপড় ধোঁয়া, স্নান করা ইত্যাদি।
(জ) কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো।
উত্তরঃ কেননা জীবন না থাকলে সময়ে কোনো মূল্য নেই।
(ঝ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো।
উত্তরঃ কারন, খাবারে যেন মশা-মাছি না বসে।
(ঞ) থুথু অতি নোংরা জিনস - ব্যাখ্যা করো।
উত্তরঃ থুথু অতি নোংরা জিনিস, রোগ জীবাণুতে ভরা, যেখানে সেখানে ফেলা মানেই সবার ক্ষতি করা।
(ট) প্রতিদিন শোয়ার আগে আমাদের কী কী করতে হবে?
উত্তরঃ রাতে শোয়ার আগে খাবার পর দাঁত মেঝে নিতে হবে, বিছানা পরিস্কার করে নিতে হবে এবং মশারী টানাতে হবে।
(ঠ) খেলাধুলো করলে আমাদের কী কী উপকার হয় তা লেখো।
উত্তরঃ দেহ, মন এবং স্বাস্থ্য ভালো থাকে।
(ণ) আমাদের কী কী খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো।
উত্তরঃ ভাত, ডাল বা বিভিন্ন রকমের সাকশ্বজি যাতে প্রচুর প্রোটিন ও ভিটামিন থাকে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ