মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্নমান ঃ ১৫
১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও ঃ
Download Model Activity Task 2022 Apps
উত্তরঃ
২। একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ লালার প্রধান কাজ কী?
উত্তরঃ লালার প্রধান কাজ হল খাবার হজম করতে সাহায্য করা।
Download Model Activity Task 2022 Apps
২.২ খাদ্য কাকে বলে?
উত্তরঃ যা খেয়ে হজম করা যায় তাকেই খাদ্য বলে।
২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো।
উত্তরঃ গাজর, শশা, টম্যাটো ইত্যাদি আনাজ কাঁচা খাওয়া যায়।
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন?
উত্তরঃ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কারণ -
(১) খারাপ হয়ে যাওয়া খাবার খেলে অনেক সময় হজম করতে সমস্যা হয়।
(২) আবার অনেক সময় বেশি খেয়েনিলে খাবার হজম করতে সমস্যা হতে পারে।
৩.২ এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়?
উত্তরঃ আলু, পেঁয়াজ, বিট, গাজর ইত্যাদি আনাজ মাটির নীচে হয়।
৩.৩ নিমপাতা ও মোচা খাওয়ার উপকারিতা কী কী?
উত্তরঃ
নিমপাতার উপকারিতা ঃ নিমপাতা খাওয়ার ফলে দেহের চামড়ার ইনফেকশন ও ব্রণ, চুলকানি ও অ্যালার্জি রোধ করে।
মোচার উপকারিতা ঃ মোচা সাধারনত রক্তাল্পতার সমস্যা কমায়।
৪। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ঃ
'ফল শরীরের জন্য খুব দরকারী।" - এ বিষয়ে তোমার মতামত লেখো।
উত্তরঃ নানা রকম ফল শরীরের দরকার। ফলের শাঁসে আর রসে অনেক কিছু থাকে, যেগুলো শরীরের জন্য খুব দরকারি। ফলের মধ্যে খাদ্যশক্তি থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বিবের করে দেয়। তাই ফল সবার জন্য উপকারী।
তাছাড়া পুষ্টিম্নাবের দিক থেকেও সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা, খনিজ পদার্থ থাকে তা শরীরের ভেতরের বিষাক্ত জিনিস দূর করে দেয় এবং ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ