2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
তৃতীয় শ্রেণি
সু-অভ্যাস
Download App For : Model Activity Task 2022
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করোঃ
(ক) সুস্থ সবল রাখব দেহ এসো সবাই শপথ নিই, ________ চলব মেনে সকলকে খবর দিই।
উত্তরঃ স্বাস্থ্যবিধান
(খ) নাচব খেলব হাসব সবাই, আয় ছুটে বোন, আয় ছুটে ভাই, দেশটাকে চাই _____ সকলকে তাই কাছে চাই।
উত্তরঃ ভালোবাসতে
(গ) ______ বাল্যকালের ভিতটা শক্তপোক্ত গড়ে, প্রতিকূল থাক সারাজীবন দিব্যি সে তো লড়াই করে।
উত্তরঃ সু-আভ্যাস
(ঘ) দাঁতটা মাজা খুব _____ সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকেই শেখো।
উত্তরঃ জরুরি
(ঙ) সুস্থ-সবল চাও কি তুমি রাখতে দেহ মন? প্রতিদিনই করতে তোমায় হবে _______।
উত্তরঃ যোগাসন
(চ) পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন, শলভাসন ও _____ আর সে শবাসন।
উত্তরঃ ভুজঙ্গাসন
(ছ) পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই ______ কত আছে।
উত্তরঃ শেখার
(জ) তোমার মাথায় ওপর জেনো আছেন _____, চলবে তাঁদের কথামতো, ভাববে সারাক্ষণ।
উত্তরঃ গুরুজন
(ঝ) রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু-চোখ মেলে, নিয়ম করে যেতে পারো ______ বা সাইকেলে।
উত্তরঃ হেঁটে
(ঞ) নিজের যা কাজ করতে শেখা মোটেই _______ নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়।
উত্তরঃ কঠিন
(ট) জুতো ______, জামাকাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে।
উত্তরঃ সাফাই
(ঠ) লাউ কুমড়ো বাঁধাকপি জোগায় ______, মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড়ো যে প্রোটিন।
উত্তরঃ ভিটামিন
(ড) খেতে পারো বাতাবিও, _______ বা আতা, তাই বলে বাকি ফল নয় বাজে, যা-তা।
উত্তরঃ পেয়ারা
(ঢ) খাওয়ার ______ খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে, ভোরে মাজবে তোমার দাঁত।
উত্তরঃ আগে
(ণ) ______ অতি নোংরা জিনিস সবাই সেটা বলে, একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে?
উত্তরঃ থুথু
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ