2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
প্রথম শ্রেণি
Download App For : Model Activity Task 2022
(ক) নীচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ/অক্ষর/সংখ্যা খুঁজে বের করো।
এই সমগ্র কাজটি শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দেবেন। এছাড়াও অভিভাবকেরাও শিক্ষার্থীদের প্রশ্ন পড়ে বুঝিয়ে দিয়েও সহায়তা করতে পারেন।
১। নীচের কোন্ ছবিটির মধ্যে 'ঙ' বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে '✔' চিহ্ন দাও।
উত্তরঃ
২। নীচের কোন্ ছবিটির মধ্যে 'J' বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে '✔' চিহ্ন দাও।
উত্তরঃ
৩। এবার পাপড়ি হল
হয়নি কোনো ভুল।
(ক) নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে উপরের 'ফুলের পাপড়ির' এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে '✔' চিহ্ন দাও এবং ছবিতে রং করো।
উত্তরঃ
৪। হাঁসটা কেমন দ্যাখো
জলেই ভেসে যায়।
(ক) নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের 'হাঁসটির' এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে '✔' চিহ্ন দাও এবং ছবিতে রং করো।
উত্তরঃ
🖵 শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখবে। কীভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে। এবার বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে, ফাঁকা জায়গাটিতে নিজে নিজে বর্ণটি লিখবে।
(খ) নীচের ছকের নির্দেশমতো কাজগুলি করো।
উত্তরঃ
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ