ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 273
বিভাগ - ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে?
(ক) ৪ গুণ
(খ) ১৬ গুণ
(গ) ৩২ গুণ
(ঘ) ৬৪ গুণ
উত্তরঃ (ঘ) ৬৪ গুণ
১.২ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবররন ঘটে -
(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) সঞ্চয়
উত্তরঃ (খ) অবরোহণ
১.৩ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপকে বলে -
(ক) এস্কার
(খ) ড্রামলিন
(গ) গ্রাবরেখা
(ঘ) কেম
উত্তরঃ (ক) এস্কার
১.৪ মেরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে -
(ক) ইনসেলবার্জ
(খ) মোনাডনক
(গ) পেডিপ্লেন
(ঘ) গৌর
উত্তরঃ (ক) ইনসেলবার্জ
১.৫ পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল -
(ক) সম্বর
(খ) পুষ্কর
(গ) কাতারা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) কাতারা
১.৬ ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণের অংশ কি নামে পরিচিত -
(ক) উত্তর সরকার উপকূল
(খ) কঙ্কন উপকূল
(গ) করমন্ডল উপকূল
(ঘ) মালাবার উপকূল
উত্তরঃ (ঘ) মালাবার উপকূল
১.৭ ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ ব্যবস্থা হল -
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) উপখাল
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.৮ ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক অবস্থিত -
(ক) মুম্বাই ও চেন্নাই
(খ) শিলচর ও পোরবন্দর
(গ) দিল্লি ও কলতাকা
(ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী
উত্তরঃ (ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী
১.৯ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় -
(ক) শীতকাল
(খ) গ্রীষ্মকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শরৎকালে
উত্তরঃ (ক) শীতকাল
১.১০ একটি তন্তুজ ফসল হল -
(ক) কার্পাস
(খ) আখ
(গ) গম
(ঘ) চা
উত্তরঃ (ক) কার্পাস
১.১১ আরাবল্লী পশ্চিমাংশের প্লাবনভূমিকে বলে -
(ক) ভাবর
(খ) ভাঙর
(গ) রোহি
(ঘ) বাগার
উত্তরঃ (গ) রোহি
১.১২ কারেওয়া দেখা যায় -
(ক) কাশ্মীর উপত্যকা
(খ) দুন অঞ্চলে
(গ) দামোদর অঞ্চলে
(ঘ) ব্রহ্মপুত্র
উত্তরঃ (ক) কাশ্মীর উপত্যকা
১.১৩ আউট সোর্সিং শব্দটি যে শিল্পের সাথে যুক্ত -
(ক) পূর্ত শিল্প
(খ) তথ্য প্রযুক্তি শিল্প
(গ) পেট্রোরসায়ন শিল্প
(ঘ) মোটর গাড়ি শিল্প
উত্তরঃ (খ) তথ্য প্রযুক্তি শিল্প
১.১৪ ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত?
(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) চেন্নাই
উত্তরঃ (ক) কলকাতা
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ