Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 273 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 273 Part 2

ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 273

বিভাগ - খ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ সিফ্‌ বালিয়াড়ীর আকৃতি পিরামিডের মত।
উত্তরঃ অ

২.১.২ Mushroom Rock ভূমিরূপটি হল গৌর।
উত্তরঃ শু

২.১.৩ আন্টার্কটিকা মহাদেশের ভূমিরূপ গঠনে নদীর ভূমিকা নেই।
উত্তরঃ শু

২.১.৪ ISRO এর সদর দপ্তর অবস্থিত দেরাদুন।
উত্তরঃ অ

২.১.৫ কোয়েম্বাতোরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে।
উত্তরঃ শু

২.১.৬ ভারতের জনসংখ্যা গণনা করা হয় প্রতি ১২ বছর অন্তর।
উত্তরঃ অ

২.১.৭ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলে।
উত্তরঃ শু

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টির উত্তর দাও) :

২.২.১ যে উচ্চভূমি দুটি নদী আববাহিকাকে পৃথক করে তার নাম __________।
উত্তরঃ জলবিভাজিকা

২.২.২ নদীর ক্ষয়সীমা ধারনার প্রবর্তন হলেন __________।
উত্তরঃ J W Powell

২.২.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে __________ হ্রদ।
উত্তরঃ প্যাটার্নস্টার

২.২.৪ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ __________।
উত্তরঃ গুরুশিখর

২.২.৫ সম্বর হ্রদটি ভারতের __________ রাজ্যে অবস্থিত।
উত্তরঃ রাজস্থান

২.২.৬ ভারতের শীতকালের বায়ু শুষ্ক হয় __________ বায়ুর প্রভাবে।
উত্তরঃ উত্তর-পূর্ব মৌসুমি

২.২.৭ পূর্বরেলের সদর দপ্তর হল __________ ।
উত্তরঃ কলকাতা

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে?
উত্তরঃ ক্যানিয়ন

২.৩.২ অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কী বলে?
উত্তরঃ Basket of egg topography

২.৩.৩ মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
উত্তরঃ ওয়াদি

২.৩.৪ গোদাবরী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপের মধ্যে কোন্‌ হ্রদ অবস্থিত?
উত্তরঃ কলেরু

২.৩.৫ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি?
উত্তরঃ দোদাবেতা

২.৩.৬ ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমির নাম কি?
উত্তরঃ লাদাখ

২.৩.৭ ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ অসমের জোড়হাটে

২.৩.৮ তথ্য প্রযুক্তি শিল্পের মূল উওকরণ কী?
উত্তরঃ মানুষের মেধা

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ মারুতি উদ্যোগ লিমিটেড

২.৪.২ সিলিকন উপত্যকা

২.৪.৩ পাট গবেষণাগার

২.৪.৪ শীতকালীন বৃষ্টিপাত

(১) ব্যারাকপুর

(২) গুরগাঁও

(৩) করমন্ডল উপকূল

(৪) বেঙ্গালুরু


উত্তরঃ 

বামদিক

ডানদিক

২.৪.১ মারুতি উদ্যোগ লিমিটেড

২.৪.২ সিলিকন উপত্যকা

২.৪.৩ পাট গবেষণাগার

২.৪.৪ শীতকালীন বৃষ্টিপাত

(২) গুরগাঁও

(৪) বেঙ্গালুরু

(১) ব্যারাকপুর

(৩) করমন্ডল উপকূল



অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close