ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
Page - 112
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ উদ্ভিদ আকর্ষের পাশে ক্লোরোফর্ম রাখলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়। এটি কী প্রকারের চলন?
(ক) ফটোন্যাস্টিক
(খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
উত্তরঃ (গ) কেমোন্যাস্টি
১.২ নিম্নলিখিত কোন্ হরমোনটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা রোধ করে?
(ক) জিব্বেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ABA
উত্তরঃ (খ) সাইটোকাইনিন
১.৩ প্রোল্যাকটিন ক্ষরিত হয় -
(ক) ডিম্বাশয়
(খ) শুক্রাশয়
(গ) থাইরয়েড গ্রন্থি
(ঘ) পিটুইটারি অগ্রভাগ থেকে
উত্তরঃ (ঘ) পিটুইটারি অগ্রভাগ থেকে
১.৪ চোখের কোন্ প্রকার ক্রুটিতে অবতল লেন্স ব্যবহার হয়?
(ক) মায়োপিয়া
(খ) হাইপারোপিয়া
(গ) প্রেসবায়োপিয়া
(ঘ) গ্লুকোমা
উত্তরঃ (ক) মায়োপিয়া
১.৫ স্বোয়ান কোশ দেখতে পাওয়া যায় -
(ক) ডেনড্রন
(খ) কোশদেহ
(গ) অ্যাক্সনে
(ঘ) ডেনড্রাইটে
উত্তরঃ (গ) অ্যাক্সনে
১.৬ ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময়কে বলা হয় -
(ক) টেট্রাড
(খ) বাইভ্যালেন্ট
(গ) কায়াজামা
(ঘ) ক্রসিংওভার
উত্তরঃ (ঘ) ক্রসিংওভার
১.৭ উদ্ভিদের যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হল -
(ক) রেণু মাতৃকোশ
(খ) অগ্র মুকুল কোশ
(গ) পরিণত পাতার কোশ
(ঘ) মূলের কোশ
উত্তরঃ (ক) রেণু মাতৃকোশ
১.৮ শালুক পরাগী ফুল হল -
(ক) পদ্ম
(খ) কচু
(গ) লিচু
(ঘ) আকন্দ
উত্তরঃ (খ) কচু
১.৯ নীচের কোন জোডটি DNA তে দেখা যায়, -
(ক) A = U
(খ) A ≡ G
(গ) A ≡ C
(ঘ) A ≡ T
উত্তরঃ (ঘ) A ≡ T
১.১০ গেইটোনোগ্যামী হল -
(ক) একই গাছের দুটি ভিন্ন একলিঙ্গ ফুলের পরাগযোগ
(খ) একটি ফুলে পরাগযোগ
(গ) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের ভেতর পরাগযোগ
(ঘ) দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ
উত্তরঃ (ক) একই গাছের দুটি ভিন্ন একলিঙ্গ ফুলের পরাগযোগ
১.১১ মানুষের অটোজমাল বিশৃঙ্খলাজনিত রোগ হল -
(ক) থ্যালাসেমিয়া
(খ) বর্ণান্ধতা
(গ) হিমোফিলিয়া
(ঘ) টাক পড়া
উত্তরঃ (ক) থ্যালাসেমিয়া
১.১২ যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে বলে -
(ক) জিন থেরাপি
(খ) জেনেটিক কাউনসেলিং
(গ) অ্যালোজোম
(ঘ) বিটা-গ্লোবিন মেথড
উত্তরঃ (খ) জেনেটিক কাউনসেলিং
১.১৩ BB এবং Bb জিনোটাইপযুক্ত দুটি গিনিপিগের সংকরায়ণের প্রথম অপত্য জনুতে কত শতাংশ সাদা গিনিপিগ পাওয়া যাবে?
(ক) ০%
(খ) ২৫%
(গ) ৫০%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক) ০%
১.১৪ বংশগতির একক হল -
(ক) ক্রোমোজোম
(খ) ক্রোমোটিড
(গ) DNA
(ঘ) জিন
উত্তরঃ (ঘ) জিন
১.১৫ নিম্নোক্ত কোন অণু DNA থেকে সরাসরি তোইরি হয় না?
(ক) প্রোটিন
(খ) m-RNA
(গ) t-RNA
(ঘ) r-RNA
উত্তরঃ (ক) প্রোটিন
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ