LightBlog
Madhyamik Life Science ABTA Test Papes 2021-2022 Page 112 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papes 2021-2022 Page 112 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 112


বিভাগ - খ


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :


নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)


২.১ বয়স বাড়লে লেন্স অসচ্ছ হয়ে যায়। একে __________ বলে।

উত্তরঃ ছানি পড়া


২.২ মায়োটোম পেশি থাকে মাছের __________ দু'পাশে।

উত্তরঃ মেরুদন্ডের


২.৩ কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিতে __________ বলে।

উত্তরঃ মাইক্রোপ্রোপাগেশন


২.৪ একটি পরাগনালীতে পুংগ্যামেটে সংখ্যা __________ টি।

উত্তরঃ ২টি


২.৫ মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল ___________।

উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা


২.৬ জীবনের ২ মাস থেকে ১০ বছর অবধি সময়কালকে __________ বলে।

উত্তরঃ শৈশবকাল


নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :


২.৭ অক্সিন হরমোন অ্যাসিটাইল Co-A দ্বারা সংশ্লেষিত হয়।

উত্তরঃ মিথ্যা


২.৮ শিশু অবস্থায় TSH হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়।

উত্তরঃ সত্য


২.৯ মিয়োসিস-11 - তে সমসংস্থ ক্রোমোজোমের পৃথককরণ ঘটে।

উত্তরঃ মিথ্যা


২.১০ প্রোক্যারিওটিক কোশে DNA দেখা যায়।

উত্তরঃ সত্য


২.১১ মেন্ডেলের পৃথকভবনের সূত্রটি সর্বদাই অভ্রান্ত।

উত্তরঃ মিথ্যা


২.১২ হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না।

উত্তরঃ সত্য


A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ

Bস্তম্ভ

২.১৩ বল ও সকেট সন্ধি

২.১৪ কোশপর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে

২.১৫ cdk

২.১৬ ক্রসিংওভার

২.১৭ ইতর পরাগ যোগ

২.১৮ ক্রিস্টমাস রোগ


(ক) কোশচক্রের নিয়ন্ত্রক পদার্থ

(খ) গ্লুকাগন

(গ) হিমোফিলিয়া B

(ঘ) নন সিস্টার ক্রোমোটিড

(ঙ) কাঁধের অস্থিসন্ধি

(চ) ইনসুলিন

(ছ) বাহকের উপর নির্ভরশীল

উত্তরঃ

A স্তম্ভ

Bস্তম্ভ

২.১৩ বল ও সকেট সন্ধি

২.১৪ কোশপর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে

২.১৫ cdk

২.১৬ ক্রসিংওভার

২.১৭ ইতর পরাগ যোগ

২.১৮ ক্রিস্টমাস রোগ


(ঙ) কাঁধের অস্থিসন্ধি

(চ) ইনসুলিন

(ক) কোশচক্রের নিয়ন্ত্রক পদার্থ

(ঘ) নন সিস্টার ক্রোমোটিড

(ছ) বাহকের উপর নির্ভরশীল

(গ) হিমোফিলিয়া B


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ'টি) :


২.১৯ মাছের কোন কোন পাখনা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।

উত্তরঃ বক্ষ ও শ্রেণি পাখনা


২.২০ চোখে কীসের অনুপস্থিতিতে বর্ণান্ধতা রোগ হয়?

উত্তরঃ কোণ কোষের অনুপস্থিতিতে


২.২১ বিসদৃশ শব্দটি বেছে লেখো :

থাইরক্সিন, অক্সিন, ইনস্যুলিন, অ্যাড্রিনালিন।

উত্তরঃ অক্সিন


২.২২ পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন?

উত্তরঃ পুরুষের দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে বলে।


২.২৩ সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরন দাও।

ইত্তরঃ মস এবং ফার্ন


২.২৪ মাইটোটিক মেটাফেজের প্রেক্ষিতে অ্যানাফেজে ক্রোমোটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে মাইটোসিস হ্রাস বিভাজন নয় কেন?

উত্তরঃ কারণ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোনিয়ারের বিভাজনের ফলে ক্রোমাটিড আলাদা হয় কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না।


২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : এক সংকর জনন, সংকরায়ন, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা।

উত্তরঃ সংকরায়ন


২.২৬ Tt সংকেত দ্বারা মটর গাছের কী বোঝানো হয়?

উত্তরঃ Tt দ্বারা সংকর লম্বা বোঝানো হয়


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close