LightBlog
Model Activity Task Class 10 Life Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি জীবনবিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)
Type Here to Get Search Results !

Model Activity Task Class 10 Life Science 2022 (February) মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি জীবনবিজ্ঞান ২০২২ (ফেব্রুয়ারি)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

জীবনবিজ্ঞান

পূর্ণমান ঃ ২০


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঃ


Download Model Activity Task 2022 Apps


১.১ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি শনাক্ত করো -

(ক) গুরুমস্তিষ্ক

(খ) লঘুমস্তিষ্ক

(গ) সুষুম্নাশীর্ষক

(ঘ) থ্যালামাস

উত্তরঃ (খ) লঘুমস্তিষ্ক


১.২ নীচের যে জোড়টি সঠিক তা নির্বাচন করো -

(ক) কবজা অস্থিসন্ধি - কাঁধ

(খ) রোটেটর পেশি - ট্রাইসেপস

(গ) বল ও সকেট অস্থিসন্ধি - হাঁটু

(ঘ) ফ্লেক্সর পেশি - বাইসেপস

উত্তরঃ (ঘ) ফ্লেক্সর পেশি - বাইসেপস


১.৩ মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো -

(ক) ১১ জোড়া

(খ) ২১ জোড়া

(গ) ৩১ জোড়া

(ঘ) ৪১ জোড়া

উত্তরঃ (গ) ৩১ জোড়া


২। শুন্যস্থান পূরণ করো ঃ


২.১ লঘু মস্তিষ্কের গোলার্ধে দুটি __________ দ্বারা যুক্ত থাকে।

উত্তরঃ ভারমিজ নামক স্নায়ুযোজক


২.২ কর্নিয়া __________ মাধ্যম হিসেবে কাজ করে।

উত্তরঃ প্রতিসারক


২.৩ সাইকেল চালানো ___________ প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ।

উত্তরঃ অর্জিত


Download Model Activity Task 2022 Apps


২.৪ প্যারামেসিয়াম __________ সাহায্যে গমন করে।

উত্তরঃ সিলিয়া


৩। দুই-তিন বাক্যে উত্তর দাও ঃ


৩.১ মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তরঃ মাছের নমনীয় মেরুদন্ডের দু-পাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য 'V' আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলির সংকোচন মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎপ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদন্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদন্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদন্ডটিও পর্যায়ক্রমে দু-পাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে।


৩.২ সাইন্যাপসের কাজ ব্যাখ্যা করো।

উত্তরঃ সাইন্যাপসের মাধ্যমে এক নিউরোন থেকে অপর নিউরোনে স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়। স্নায়ু-উদ্দীপনা কোশদেহ থেকে অ্যাক্সনের মাধ্যমে প্রাকৃসন্নিধি স্ফীতিতে পৌছোলে অ্যাসিটাইল কোলিনপূর্ণ থলি উদ্দীপিত হয় এবং বিদীর্ণ হয়। ফলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রাকসন্নিধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে। সেখান থেকে উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরোনে পৌছোয়। সাইন্যাপসের বিশেষ গঠনের জন্য এই অংশে স্নায়বিক উদ্দীপনা প্রবাহের অভিমুখ সর্বদাই একমুখী হয়। এই কারণে সাইন্যাপসকে বলা হয় শারীরবৃত্তীয় ভালভ।


৩.৩ "কাজের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তরঃ কাছের বস্তুর দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে ব্যাখ্যা করো স্থান পরিবর্তন না করে লেন্সের সঙ্গে যুক্ত সিলিয়ারি পেশী ও সাসপেনসরি লিগামেন্টের সংকোচন - প্রসারণের মাধ্যমে লেন্সের বক্রতার হ্রাস বৃদ্ধি করে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে আমরা কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই এই ঘটনাকে উপযোজন বলা হয়।


৩.৪ মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা করো।

উত্তরঃ 

মায়োপিয়া ঃ যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বা নিকটদৃষ্টি বলে। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না।

প্রতিকার - অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে এই ত্রুটি দূর করা সম্ভব।


৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ


৪.১ "নানা কারণে জীবের গমন ঘটে" - কারকগুলি আলোচনা করো। হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ কয়েকটি উদ্দেশ্য সাধনের লক্ষ্য প্রানীরা গমন করে -

(১) খাদ্য সংগ্রহের জন্য প্রানীরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে।

(২) আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে।

(৩) উপযুক্ত বাসস্থানের জন্য স্থানান্তরে গমন করে।

(৪) প্রজনন পক্রিয়া সম্পন্ন করার জন্য ও স্থানান্তরে গমন করে।

হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য হল -

প্রথমত, হরমোন জীবদেহে রাসয়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে, আর স্নায়ু তন্ত্র প্রানীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।

দ্বিতীয়ত, হরমোন কাজ মন্থর কিন্তু সুদূর প্রসারী, কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত কিন্তু তাৎক্ষণিক।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close