ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 578
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) :
উপবিভাগ ঃ ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
উত্তরঃ জীবনের ঝরাপাতা
২.১.২ কোন্ পত্রিকাতে 'আনন্দমঠ' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ বঙ্গদর্শন
২.১.৩ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয়?
উত্তরঃ শিবচন্দ্রকে
২.১.৪ কবে 'ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি' প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮২ খ্রিস্টাব্দে
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো ঃ
২.২.১ 'রাজা হরিশ্চন্দ্র' চলচ্চিত্রটি ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র।
উত্তরঃ ঠিক
২.২.২ 'নীলদর্পণ' রচনা করেন দীনবন্ধু মিত্র।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'জীবনের ঝরাপাতা' একটি আত্মজীবনীমূলক রচনা।
উত্তরঃ ঠিক
২.২.৪ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবাবিবাহ করেন।
উত্তরঃ ঠিক
উপবিভাগ ঃ ২.৩
উত্তরঃ
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো ঃ
২.৪.১ কোল বিদ্রোহের কেন্দ্র
২.৪.২ মহাবিদ্রোহের কেন্দ্র মীরাবাঈ
২.৪.৩ বাংলা ছাপাখানার জন্মস্থান হুগলী
২.৪.৪ লক্ষ্মীবাঈ যেখানকার রানী ছিল
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ
২.৫.১ বিবৃতি ঃ ১৮৫৪ খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়।
ব্যাখ্যা ১ ঃ এদেশে সংস্কৃত ভাষার প্রসারের জন্য।
ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।
ব্যাখ্যা ৩ ঃ এদেশের শিক্ষাকাঠামো সংস্কারের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।
২.৫.২ বিবৃতি ঃ বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল শ্রেণিসংগ্রাম।
ব্যাখ্যা ১ ঃ জমিদার ও মহাজনরা একে সমর্থন করে।
ব্যাখ্যা ২ ঃ হিন্দু ও মুসলমান কৃষক সম্প্রদায় এতে যোগদান করে।
ব্যাখ্যা ৩ ঃ এই আন্দোলন ছিল ধর্মাশ্রয়ী।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ হিন্দু ও মুসলমান কৃষক সম্প্রদায় এতে যোগদান করে।
২.৫.৩ বিবৃতি ঃ 'গোরা' উপন্যাসটি রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা ১ ঃ উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করার জন্য।
ব্যাখ্যা ২ ঃ সংকীর্ণ জাতেয়তাবাদের সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা ৩ ঃ ইংরেজি প্রীতি জাহর করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ সংকীর্ণ জাতেয়তাবাদের সমালোচনা করার জন্য।
২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য।
ব্যাখ্যা ২ ঃ ইংরেজি শিক্ষা প্রবর্তনের বিরোধিতার জন্য।
ব্যাখ্যা ৩ ঃ শহুরি পরিবেশে শিক্ষাচর্চার বিরোধিতার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ