ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 578
বিভাগ - ক
Download History App : Madhyamik History Suggestion 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ 'সত্তর বৎসর' আত্মজীবনীটির রচয়িতা -
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) রামোহন রায়
(গ) সরলাদেবী চৌধুরানী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) বিপিনচন্দ্র পাল
১.২ 'বঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয় -
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টব্দে
উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
১.৩ 'হুতোম প্যাঁচার নকশা' রচনা করেন -
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) দীনবন্ধু মিত্র
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ
১.৪ 'ব্রহ্মনন্দ' নামে পরিচিত ছিলেন -
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) রাধাকান্ত দ্রব
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন
১.৫ বিধবাবিবাহ আইন পাশ হয় -
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দ) হয়েছিল -
(ক) ছোটোনাগপুরে
(খ) ভাগলপুরেআ
(গ) উত্তরবঙ্গে
(ঘ) পূর্ববঙ্গে
উত্তরঃ
১.৭ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -
(ক) বীরসা মুন্ডা
(খ) তিতুমির
(গ) দুদুমিঞা
(ঘ) দিগম্বর বিশ্বাস
উত্তরঃ (খ) তিতুমির
১.৮ ভারতের প্রথম ভাইসরয় হলেন -
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্ণওয়ালিস
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তরঃ (গ) লর্ড ক্যানিং
১.৯ 'ভারত সভার' কার্যক্রমে যুক্তি ছিলেন -
(ক) প্রসন্নকুমার ঠাকুর
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) নবগোপাল মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১০ ব্যঙ্গ চিত্রকর হলেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) যতীন্দ্রমোহন ঠাকুর
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাগুয়েজ' রচনা করেন -
(ক) চার্লস উইলকিন্স
(খ) জে এ হিকি
(গ) ব্রাসি হ্যালহেড
(ঘ) পঞ্চানন কর্মকার
উত্তরঃ (গ) ব্রাসি হ্যালহেড
১.১২ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দ
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দ
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দ
উত্তরঃ (গ) ১৯৫১ খ্রিস্টাব্দ
১.১৩ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন -
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পর্তুগীজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
১.১৪ কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮২৪ খ্রিস্টাব্দে
১.১৫ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -
(ক) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.১৬ দিগম্বর বিশ্বাস ছিলেন -
(ক) মুন্ডা বিদ্রোহের নেতা
(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(গ) চুয়াড় বিদ্রোহের নেতা
(ঘ) নীল বিদ্রোহের নেতা
উত্তরঃ (ঘ) নীল বিদ্রোহের নেতা
১.১৭ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোন্টি -
(ক) সংবাদ প্রভাকর
(খ) সোমপ্রকাশ
(গ) দিগদর্শন
(ঘ) বঙ্গদর্শন
উত্তরঃ (গ) দিগদর্শন
১.১৮ সিপাহি বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল -
(ক) মীরাট
(খ) বারাকপুর
(গ) ঝাঁসি
(ঘ) কানপুর
উত্তরঃ (খ) বারাকপুর
১.১৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'সংস্কৃত যন্ত্র' স্থাপন করেন -
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
১.২০ ছাপাখানার জনক বলা হয় -
(ক) জোহানেস গুটেনবার্গকে
(খ) জেমস অগাস্টাস হিকিকে
(গ) চার্লস উইলকিন্সকে
(ঘ) উইলিয়াম কেরিকে
উত্তরঃ (ক) জোহানেস গুটেনবার্গকে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ