ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 557
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ পথের পাঁচালি ছবির পরিচালক কে ছিলেন?
উত্তরঃ সত্যজিৎ রায়
২.১.২ কত খ্রিস্টাব্দে ভিক্টোরিয়াকে 'ভারত সাম্রাজ্ঞী' বলে ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৮৭৭ খ্রিস্টাব্দে
২.১.৩ 'গোরা' উপন্যাসটি কার রচনা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
২.১.৪ ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন?
উত্তরঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ গোরুর গাড়ি প্রাচীনতম যানবাহন।
উত্তরঃ ঠিক
২.২.২ 'খুঁৎকাঠি' কথার অর্থ হল যৌথ মালিকানা।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'ফরাজি' কথাটির অর্থ হল মহম্মদ প্রদর্শিত পথ।
উত্তরঃ ভুল
২.২.৪ এশিয়াটিক সোসাইটি ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ বারাসাত
২.৪.২ বারাকপুর
২.৪.৩ মীরাট
২.৪.৪ গোয়া
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : গ্রামবার্তা প্রকাশিকা ছিল এক জনপ্রিয় পত্রিকা।
ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা নীলবিদ্রোহকে সমর্থন করে।
ব্যাখ্যা ২ ঃ এর পূর্ববর্তী কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।
ব্যাখ্যা ৩ ঃ এর সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা নীলবিদ্রোহকে সমর্থন করে।
২.৫.২ বিবৃতি ঃ ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে -
ব্যাখ্যা ১ ঃ অরণ্য আইনের উদ্দেশ্যে ছিল অরণ্য সংরক্ষণ করা।
ব্যাখ্যা ২ ঃ অরণ্যের পশুপাখিদের রক্ষা করা।
ব্যাখ্যা ৩ ঃ অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া।
২.৫.৩ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি সমাজের একটি বড়ো অংশ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সমর্থন করেনি।
ব্যাখ্যা ১ ঃ বিদ্রোহীরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি।
ব্যাখ্যা ২ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যানকর বলে মনে করত।
ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত বাঙালিরা যুদ্ধ বা লড়াইকে সমর্থন করতেন না।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যানকর বলে মনে করত।
২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থন ছিলেন।
ব্যাখ্যা ১ ঃ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
ব্যাখ্যা ২ ঃ রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলদ্ধি করুক।
ব্যাখ্যা ৩ ঃ রবীন্দ্রনাথ মানুষ ও প্রকৃতিকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ