Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 557 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 557 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 557


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ মোহনবাগান দল প্রথম IFA শিল্ড জয় করে -

(ক) ১৯১১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১২ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯১১ খ্রিস্টাব্দে


১.২ প্রথম মহিলা ডাক্তার ছিলেন -

(ক) চন্দ্রমুখী বসু

(খ) কাদম্বিনী গাঙ্গালী

(গ) দ্বর্ণকুমারী দেবী

(ঘ) অবলা বসু

উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গালী


১.৩ প্রথম নির্বাক চলচ্চিত্র হল -

(ক) জামাইষষ্ঠী

(খ) রাজা হরিশচন্দ্র

(গ) চন্ডীদাস

(ঘ) দেনা পাওনা

উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র


১.৪ 'সোমপ্রকাশ' - এর সম্পাদক ছিলেন -

(ক) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

(খ) অক্ষয় দত্ত

(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ


১.৫ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি রচনা করেন -

(ক) গিরিশচন্দ্র ঘোষ

(খ) মধুসূদন মিত্র

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ


১.৬ 'নীলদর্পণ' নাটক রচনা করেন -

(ক) দীনবন্ধু মিত্র

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) মধুসূধন দত্ত

(ঘ) গিরিশচন্দ্র ঘোষ

উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র


১.৭ 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত -

(ক) নদীয়া জেলা থেকে

(খ) কলকাতা

(গ) কুষ্ঠিয়া জেলা থেকে

(ঘ) ঢাকা থেকে

উত্তরঃ (গ) কুষ্ঠিয়া জেলা থেকে


১.৮ যে বাঙালি প্রথম মেডিক্যাল কলেজে শবব্যবচ্ছেদ করেন তিনি হলেন -

(ক) নবীনচন্দ্র মিত্র

(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(গ) রাজকৃষ্ণ দে

(ঘ) মধুসূধন গুপ্ত

উত্তরঃ (ঘ) মধুসূধন গুপ্ত


১.৯ ভারতীয় অরণ্য আইন পাশ হয় -

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৫২ খ্রিস্টাব্দ

(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দ


১.১০ 'চুয়াড়' শব্দের অর্থ -

(ক) অসভ্য বা বর্বর

(খ) কৃষক

(গ) প্রতারক

(ঘ) বিদ্রোহী

উত্তরঃ (ক) অসভ্য বা বর্বর


১.১১ 'দামিন-ই-কোহ' কথার অর্থ হল -

(ক) পাহাড়ের প্রান্ত বা পাদদেশ

(খ) পাহাড়ের চূড়া

(গ) সাঁওতালি গ্রাম

(ঘ) বনভূমি

উত্তরঃ (ক) পাহাড়ের প্রান্ত বা পাদদেশ


১.১২ বাংলার 'নানা সাহেব' বলা হত -

(ক) দিগম্বর বিশ্বাসকে

(খ) বিষ্ণুচরণ বিশ্বাসকে

(গ) মহেশ বন্দ্যোপাধ্যায়কে

(ঘ) রামরতন মল্লিককে

উত্তরঃ (ঘ) রামরতন মল্লিককে


১.১৩ মহাবিদ্রোহের সূচনা হয়েছিল -

(ক) মীরাটে 

(খ) বারাকপুরে

(গ) বহরমপুরে

(ঘ) কলকাতায়

উত্তরঃ (খ) বারাকপুরে


১.১৪ সিপাহি বিদ্রহের প্রথম শহীদ হলেন -

(ক) তাঁতিয়া তোপি

(খ) নানাসসাহেব

(গ) লক্ষ্মীবাঈ

(ঘ) মঙ্গল পান্ডে

উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে


১.১৫ হিন্দুমেলার প্রধান উদ্যোক্তা ছিলেন -

(ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

(খ) রাজনারায়ণ বসু

(গ) নবগোপাল মিত্র

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) নবগোপাল মিত্র


১.১৬ 'বর্তমান ভারত' লিখেছিলেন -

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) শ্রী অরবিন্দ

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ


১.১৭ বাংলা হরফে প্রথম ছাপা বই হয় -

(ক) A Grammar of the Bengali Language

(খ) অন্নদামঙ্গল

(গ) রামায়ণ

(ঘ) মহাভারত

উত্তরঃ (ক) A Grammar of the Bengali Language


১.১৮ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় -

(ক) শ্রীরামপুরে

(খ) কলকাতায়

(গ) হুগলীতে

(ঘ) লিসবন-এ

উত্তরঃ (গ) হুগলীতে


১.১৯ ভারতের প্রথম সংবাদপত্র হল -

(ক) বেঙ্গল গেজেট

(খ) দিকদর্শন

(গ) সমাচার দর্পন

(ঘ) সমাচার পত্রিকা

উত্তরঃ (ক) বেঙ্গল গেজেট


১.২০ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close