ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 535
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ স্কটিশচার্চ কলেজের পূর্বের নাম কী ছিল?
উত্তরঃ জেনারেল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন
২.১.২ স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে
২.১.৩ কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়?
উত্তরঃ আশুতোষ মুখোপাধ্যায়
২.১.৪ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম লেখো।
উত্তরঃ সংবাদ প্রভাকর
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ 'Letters from a Father to his Daughter' - এর লেখক মতিলাল নেহেরু।
উত্তরঃ ভুল
২.২.২ 'বাংলার মুকুটহীন রাজা' সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হত।
উত্তরঃ ঠিক
২.২.৩ কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমান রাজাবাজার বিজ্ঞান কলেজ নামে পরিচিত।
উত্তরঃ ঠিক
২.২.৪ বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয় গুহলিতে।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল (কোলকাতা)
২.৪.২ তাজমহল (আগ্রা)
২.৪.৩ সিপাহি বিদ্রোহের কেন্দ্র (লখনউ)
২.৪.৪ রংপুর বিদ্রোহের এলাকা (রংপুর)
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি ঃ 'হিকির গেজেট' প্রথম সংবাদপত্ররূপে প্রকাশিত হয়।
ব্যাখ্যা ১ ঃ জনসাধারণ ব্রিটিশের বিরোধিতায় প্রকৃত রাস্তা খুঁজে পায়।
ব্যাখ্যা ২ ঃ ভারতে সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়।
ব্যাখ্যা ৩ ঃ প্রথম ইউরোপীয়দের ভাষারূপে গণ্য হয়।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতে সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়।
২.৫.২ বিবৃতি ঃ স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল 'Man Making Religion'।
ব্যাখ্যা ১ ঃ বিবেকানন্দ শঙ্করাচার্যের ধর্মীয় আদর্শে বিশ্বাসী ছিলেন।
ব্যাখ্যা ২ ঃ বিবেকানন্দ ছিলেন জলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক।
ব্যাখ্যা ৩ঃ বিবেকানন্দ ছিলেন আত্মগ্লানি মোচনের ধারক ও বাহক।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বিবেকানন্দ ছিলেন জলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক।
২.৫.৩ বিবৃতি ঃ উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল যথার্থ নবজাগরণ।
ব্যাখ্যা ১ ঃ বাংলার নবজাগরণ ছিল ইতালির নবজাগরণের অন্ধ অনুকরণ।
ব্যাখ্যা ২ ঃ বাংলার নবজাগরণ ছিল কলকাতাকেন্দ্রিক ও উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ।
ব্যাখ্যা ৩ ঃ বাংলার নবজাগরণে দেশের আত্মসত্তার উন্মোচন হয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বাংলার নবজাগরণ ছিল কলকাতাকেন্দ্রিক ও উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ।
২.৫.৪ বিবৃতি ঃ ব্রিটিশ শাসনকালে আদিবাসী বিদ্রোহগুলি হয়েছিল।
ব্যাখ্যা ১ ঃ আদিবাসীদের নিজেরদের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে।
ব্যাখ্যা ২ ঃ আদিবাসীদের উচ্চস্তরে উন্নীত করার লক্ষ্যে।
ব্যাখ্যা ৩ ঃ ক্মপানির দুর্দশার হাত থেকে নিজেদের মুক্ত করতে।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ আদিবাসীদের নিজেরদের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ