Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 535 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 535 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 535


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ 'ইতিহাস' শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?

(ক) প্রাগৈতিহাসিক

(খ) হিস্টোরিয়া

(গ) সিস্টোরিয়া

(ঘ) ঐতিহাসিক

উত্তরঃ (খ) হিস্টোরিয়া


১.২ Twenty-two Yards to Freedom' - নামক গবেষণামূলক ক্রিকেট-বিষয়ক গ্রন্থের লেখক হলেন -

(ক) জি কুলকার্নি

(খ) বোরিয়া মজুমদার

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) এ রবার্টস

উত্তরঃ (খ) বোরিয়া মজুমদার


১.৩ 'নদীয়া কাহিনি' গ্রন্থের লেখক হলেন -

(ক) ধনঞ্জয় রায়

(খ) কুমুদনাথ মল্লিক

(গ) মোহিতরঞ্জন রায়

(ঘ) শিবনাথ জোয়ারদার

উত্তরঃ (খ) কুমুদনাথ মল্লিক


১.৪ অক্টারলোনি মনুমেন্ট-টি কী নামে পরিচিত?

(ক) ফোর্ট উইলিয়াম মিনার

(খ) শহিদ মিনার

(গ) পার্থিব মিনার

(ঘ) দিল্লি মিনার

উত্তরঃ (খ) শহিদ মিনার


১.৫ হাজি মহম্মদ মহাসিনের উদ্যোগে গড়ে উঠে -

(ক) হুগলির মঠ

(খ) হুগলির ইমামবাড়া

(গ) হুগলির হাসপাতাল

(ঘ) হুগলির মসজিদ

উত্তরঃ (খ) হুগলির ইমামবাড়া


১.৬ 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের' প্রতিষ্ঠাতা ছিলেন -

(ক) রামতনু লাহিড়ী

(খ) ডিরোজিও

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ইয়ংবেঙ্গলগোষ্ঠী

উত্তরঃ (ঘ) ইয়ংবেঙ্গলগোষ্ঠী


১.৭ 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠা করেন -

(ক) ডেভিড হেয়ার

(খ) কেশবচন্দ্র সেন

(গ) আলেকজান্ডার ডাফ

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (ক) ডেভিড হেয়ার


১.৮ সাধারণ ব্রাহ্মসমাজের প্রথম আচার্য ছিলেন -

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন


১.৯ 'বাংলার নানাসাহেব' বলা হত -

(ক) রামরতন মল্লিক

(খ) তিতুমিরকে

(গ) বীরসা মুন্ডা

(ঘ) দুদুমিঞাকে

উত্তরঃ (ক) রামরতন মল্লিক


১.১০ 'দার-উল-হার্ব' কথার অর্থ হল -

(ক) শান্তির দেশ

(খ) শত্রুর দেশ

(গ) ইসলামের দেশ

(ঘ) মহাজনের এলাকা

উত্তরঃ (খ) শত্রুর দেশ


১.১১ মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় -

(ক) ১ ডিসেম্বর, ১৮৫৬

(খ) ১ নভেম্বর, ১৮৫৮

(গ) ১ নভেম্বর, ১৮৫৬

(ঘ) ১ ডিসেম্বর, ১৮৫৮

উত্তরঃ (খ) ১ নভেম্বর, ১৮৫৮


১.১২ 'ফরাজি' কথার অর্থ হল -

(ক) নবজাগরণ

(খ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য

(গ) আল্লাহর কাছে নিজেকে নিবেদন

(ঘ) মহম্মদ নির্দেশিত পথ

উত্তরঃ (খ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য


১.১৩ স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন -

(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে


১.১৪ ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় -

(ক) বাল গঙ্গাধর তিলককে

(খ) হেমচন্দ্র কানুনগোকে

(গ) স্বামী বিবেকানন্দকে

(ঘ) ভগৎ সিংকে

উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দকে


১.১৫ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) কুনওয়ার সিং

(খ) হজরৎ মহল

(গ) মণিরাম দেওয়ান

(ঘ) তাঁতিয়া তোপি

উত্তরঃ (খ) হজরৎ মহল


১.১৬ 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে


১.১৭ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন্‌ পত্রিকার সম্পাদনা করতেন? -

(ক) সংবাদ কৌমুদী

(খ) সংবাদ প্রভাকর

(গ) সংবাদ চন্দ্রিকা

(ঘ) সংবাদ রত্নাকর

উত্তরঃ (ক) সংবাদ কৌমুদী


১.১৮ 'Bengal National School and College' - এর প্রথম অধ্যক্ষ ছিলেন -

(ক) প্রফুল্লচন্দ্র রায়

(খ) অরবিন্দ ঘোষ

(গ) চিত্তরঞ্জন দাশ

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (খ) অরবিন্দ ঘোষ


১.১৯ মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন -

(ক) জেমস হিকি

(খ) পঞ্চানন কর্মকার

(গ) জন ম্যাক

(ঘ) উইলিয়াম কেরি

উত্তরঃ (খ) পঞ্চানন কর্মকার


১.২০ পর্তুগীজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? -

(ক) গোয়াতে

(খ) কালিকটে

(গ) সুরাটে

(ঘ) হুগলিতে

উত্তরঃ (ক) গোয়াতে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close