LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 632 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 632 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 632


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি -

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(খ) জীবনীগ্রন্থ

(ঘ) আত্মজীবনী

উত্তরঃ (ঘ) আত্মজীবনী


১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি -

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক 

(গ) মাসিক পত্রিকা

(ঘ) পাক্ষিক পত্রিকা

উত্তরঃ (খ) সাপ্তাহিক 


১.৩ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল -

(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে


১.৪ ভারতীয়রা যাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল -

(ক) পর্তুগীজ

(খ) ইংরেজ

(গ) মোগল

(ঘ) ওলন্দাজ

উত্তরঃ (ক) পর্তুগীজ


১.৫ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশিরকুমার ঘোষ

(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত


১.৬ 'নববিধান' প্রতিষ্ঠা করেন -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন


১.৭ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় -

(ক) ১৭১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে


১.৮ 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন -

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) রেভারেন্ড জেমস লং

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) রেভারেন্ড জেমস লং


১.৯ সতীদাহ প্রথা রদ হয় -

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে


১.১০ কোল বিদ্রোহ (১৮৩১-৩১ খ্রিস্টাব্দে) সংঘটিত হয়েছিল -

(ক) মেদিনীপুরে

(খ) ছোটনাগপুরে

(গ) রাঁচিতে

(ঘ) ঝাড়গ্রামে

উত্তরঃ (খ) ছোটনাগপুরে


১.১১ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১২ 'খঁৎকাঠি' প্রথা হল -

(ক) খাসজমির মালিকানা

(খ) জমিদারী প্রথা

(গ) জমির যৌথ মালিকানা

(ঘ) বেগার প্রথা

উত্তরঃ (গ) জমির যৌথ মালিকানা


১.১৩ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোল্ডারস সোসাইটি

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা


১.১৪ 'ভারতমাতা' চিত্রটি অঙ্কন করেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) নন্দলাল বসু

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর


১.১৫ ১৯৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে উল্লেখ করেছেন -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) সুরেন্দ্রনাথ সেন

(গ) বিনায়ক দামোদর সাভারকার

(ঘ) দাদাভাই নৌরজী

উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকার


১.১৬ ভারতের ইস্টিন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে -

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে


১.১৭ ভারতে 'হাফটোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন -

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিনস

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.১৮ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল -

(ক) বর্ণপরিচয়

(খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

(গ) অন্নদামঙ্গল 

(ঘ) মঙ্গলসমাচার মতিয়ের

উত্তরঃ (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ


১.১৯ 'বিশ্বভারতী' প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৯২১ খ্রিস্টাব্দে)


১.২০ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল - 

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close