ABATA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 399
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কে 'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
২.১.২ 'কথাকলি নাচ' কোন্ অঞ্চলের আঞ্চলিক নাচ?
উত্তরঃ কেরলের
২.১.৩ তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন?
উত্তরঃ নারকেলবেড়িয়া গ্রামে
২.১.৪ কোন্ প্রেক্ষাপটে 'গোরা' উপন্যাস লেখা হয়েছিল?
উত্তরঃ ১৮৮০ এর দশকে ব্রিটিশ রাজত্বকালে কলকাতার পটভূমিকায় 'গোরা' উপন্যাস রচিত হয়েছিল।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নিরণয় করো :
২.২.১ 'নদীয়া কাহিনী' গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত।
উত্তরঃ ঠিক
২.২.২ ১৮৫৫ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয়ভাগ প্রকাশিত হয়।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'ভারত সভা' ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তরঃ ঠিক
২.২.৪ 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকান্থ বিদ্যাভূষণ।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ মহাবিদ্রোহের কেন্দ্র - বারাকপুর
২.৪.২ সন্ন্যাসে ও ফকির বিদ্রোহের এলাকা
২.৪.৩ রংপুর বিদ্রোহের এলাকা
২.৪.৪ বোলপুরে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।
ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
২.৫.২ বিবৃতি : কোল বিদ্রোহ (১৮৩১-৩২খ্রিস্টাব্দ) মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল।
ব্যাখ্যা ১ ঃ কোল বিদ্রোহে দেশীয় বুদ্ধিজীবী সম্প্রদায় প্রধান ভূমিকা নিয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ কোল জনগণ ব্রিটিশ কোম্পানির হাত থেকে দেশের শাসন ক্ষমতা দখল করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ ঃ ছোটোনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ছোটোনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল।
২.৫.৩ বিবৃতি : ব্রিটিশরা ভারতে মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল।
ব্যাখ্যা ১ ঃ তারা ভারতীয়দের শিক্ষিত করতে চেয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করাই ছিল উদ্দেশ্য।
ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানির কর্মচারীদের তা জানানোই ছিল আসল উদ্দেশ্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানির কর্মচারীদের তা জানানোই ছিল আসল উদ্দেশ্য।
২.৫.৪ বিবৃতি : নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।
ব্যাখ্যা ১ ঃ এই আন্দোলন ছিল শহুরে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।
ব্যাখ্যা ২ ঃ এই আন্দোলনের কোনো দৃঢ় সংগঠন ছিল না।
ব্যাখ্যা ৩ ঃ আন্দোলনকারীরা ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়ার রাস্তায় গিয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এই আন্দোলনের কোনো দৃঢ় সংগঠন ছিল না।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ