LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 421 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 421 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 421


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারত ফুটবল খেলার প্রবর্তন করে -

(ক) ইংরেজরা

(খ) ফরাসীরা

(গ) ওলন্দাজরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা


১.২ 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় -

(ক) ৮ জানুয়ারী

(খ) ২৪ ফেব্রুয়ারি

(গ) ৮ মার্চ

(ঘ) ৫ জুন

উত্তরঃ (ঘ) ৫ জুন


১.৩ ,ভারতীয় চলচ্চিত্রের জনক' বলা হয় -

(ক) হীরালাল সেনকে

(খ) ঋত্বিক ঘটককে

(গ) দাদা সাহেব ফালকেকে

(ঘ) সত্যজিৎ রায়কে

উত্তরঃ (গ) দাদা সাহেব ফালকেকে


১.৪ সরকারি নথি সংরক্ষিত হয় -

(ক) সংগ্রহশালায়

(খ) জাতীয় গ্রন্থাগারে

(গ) জাতীয় মহাফেজখানায়

(ঘ) জাদুঘরে

উত্তরঃ (গ) জাতীয় মহাফেজখানায়


১.৫ 'তত্ত্ববোধিনী সভা'র প্রতিষ্ঠাতা -

(ক) রামমোহন রায়

(খ) কেশবচন্দ্র সেন

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর


১.৬ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) গিরিশচন্দ্র ঘোষ


১.৭ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় -

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে


১.৮ বাংলার নবজাগরণ ছিল -

(ক) ব্যক্তিকেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক

(গ) কলকাতাকেন্দ্রিক

(ঘ) গ্রামকেন্দ্রিক

উত্তরঃ (গ) কলকাতাকেন্দ্রিক


১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১০ 'দামিন-ই-কোহ' শব্দের অর্থ হলো -

(ক) জমির প্রান্তদেশ

(খ) সমুদ্রের প্রান্তদেশ

(গ) পাহাড়ের প্রান্তদেশ

(ঘ) অরণ্যের প্রান্তদেশ

উত্তরঃ (গ) পাহাড়ের প্রান্তদেশ


১.১১ ভবানী পাঠক ছিলেন -

(ক) মুন্ডা বিদ্রোহের নেতা

(খ) ফরাজী আন্দোলনের নেতা

(গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা

(ঘ) রংপুর বিদ্রোহের নেতা

উত্তরঃ (গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা


১.১২ নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন -

(ক) লর্ড বেন্টিঙ্ক

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) লর্ড রিপন

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং


১.১৩ সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) চার্লস রেকস

(গ) বিনায়ক দামোদর সাভারকর

(ঘ) কার্ল মার্কস

উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকর


১.১৪ 'ভারত মাতা' চিত্রটি আঁকেন -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর


১.১৫ 'বর্তমান ভারত' - এর লেখক হলেন -

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ


১.১৬ হিন্দুমেলার সম্পাদক ছিলেন -

(ক) নবগোপাল মিত্র

(খ) গণেন্দ্রনাথ ঠাকুর

(গ) রাজনারায়ণ বসু

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (খ) গণেন্দ্রনাথ ঠাকুর


১.১৭ ভারতে প্রথম কারা ছাপাখানা প্রবর্তন করেন -

(ক) ইংরেজরা

(খ) পর্তুগীজরা

(গ) ফরাসীরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (খ) পর্তুগীজরা


১.১৮ বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল -

(ক) দিগদর্শন

(খ) সমাচার দর্পণ

(গ) দ্য ক্যালকাটা গেজেট

(ঘ) বেঙ্গল গেজেট

উত্তরঃ (খ) সমাচার দর্পণ


১.১৯ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯২২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে


১.২০ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) চন্দ্রমুখী বসু

(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close