Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 399 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 399 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 399


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারতের প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় -

(ক) দিল্লিতে

(খ) কানপুরে

(গ) কলকাতায়

(ঘ) চেন্নাইয়ে

উত্তরঃ (গ) কলকাতায়


১.২ 'অ্যানালস স্কুল' যে ধরনের ইতিহাস চর্চা করা হয়, তা হল -

(ক) নিম্নবর্গের ইতিহাস

(খ) সার্বিক ইতিহাস

(গ) সাময়িক ইতিহাস

(ঘ) নারী ইতিহাস

উত্তরঃ (খ) সার্বিক ইতিহাস


১.৩ বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় -

(ক) বঙ্গদর্শন

(খ) প্রবাসী

(গ) সোমপ্রকাশ

(ঘ) সন্ধ্যা পত্রিকায়

উত্তরঃ (খ) প্রবাসী


১.৪ 'মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটির লেখক হলেন -

(ক) সি এস সাধু

(খ) কৌশিক রায়

(গ) সুরেন্দ্রনাথ সেন

(ঘ) স্যার যদুনাথ সরকার

 উত্তরঃ (ঘ) স্যার যদুনাথ সরকার


১.৫ 'যত মত তত পথ' বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন -

(ক) নব্যবেদান্তবাদের আদর্শ

(খ) পৌওলিকতার আদর্শ

(গ) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ

(ঘ) নবজাগরণের আদর্শ

উত্তরঃ (গ) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ


১.৬ ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল -

(ক) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো

(খ) সাম্রাজ্য বিস্তারের প্রেক্ষাপট তৈরি করা

(গ) প্রথাগত শিক্ষার উন্নতি

(ঘ) প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা

উত্তরঃ (খ) সাম্রাজ্য বিস্তারের প্রেক্ষাপট তৈরি করা


১.৭ ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন -

(ক) কাদম্বনী গাঙ্গুলী

(খ) চন্দ্রমুখী বসু

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) বিধুমুখী বসু

উত্তরঃ (ক) কাদম্বনী গাঙ্গুলী


১.৮ 'জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন' গঠিত হয়েছিল -

(ক) ১৮২০ খ্রিস্টাব্দে

(খ) ১৮২১ খ্রিস্টাব্দে

(গ) ১৮২২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে


১.৯ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) মুন্ডা বিদ্রোহের

(খ) সাঁওতাল বিদ্রোহের

(গ) কোল বিদ্রোহের

(ঘ) চুয়াড় বিদ্রোহ

উত্তরঃ (গ) কোল বিদ্রোহের


১.১০ বেগম হজরৎ মহল মহাবিদ্রোহে নেতৃত্ব দেন -

(ক) অযোধ্যা

(খ) কানপুর

(গ) দিল্লি

(ঘ) মীরাট অঞ্চলে

উত্তরঃ (ক) অযোধ্যা


১.১১ নীল চুক্তি আইন রদ করার জন্য সরকার যে আইন (১৮৬৮ খ্রিস্টাব্দে) প্রবর্তন করেছিল তা হল -

(ক) সপ্তম আইন

(খ) অষ্টম আইন

(গ) দ্বাদশ আইন

(ঘ) ত্রয়োদশ আইন

উত্তরঃ (খ) অষ্টম আইন


১.১২ ভারতে বনদপ্তরের প্রথম ইনস্পেকটর জেনারেল নিযুক্ত হয়েছিলেন -

(ক) লর্ড বেন্টিঙ্ক

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) ড্রায়েটিক ব্রান্ডিস

উত্তরঃ (ঘ) ড্রায়েটিক ব্রান্ডিস


১.১৩ 'জমিদার সভার' প্রথম সভাপতি ছিলেন -

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) রাধাকান্ত দেব

(গ) প্রসন্ন কুমার ঠাকুর

(ঘ) রামকমল সেন

উত্তরঃ (খ) রাধাকান্ত দেব


১.১৪ 'ন্যাশানাল মিত্র' নামে পরিচিত ছিলেন -

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) নবগোপাল মিত্র

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) কুমুদিনী মিত্র

উত্তরঃ (খ) নবগোপাল মিত্র


১.১৫ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৩৬ খ্রিস্টাব্দে


১.১৬ মাতৃভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রিস্টাব্দে) পাশ হয় -

(ক) লর্ড রিপনের

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড লিটনের

(ঘ) লর্ড বেন্টিঙ্কের শাসনকালে

উত্তরঃ (গ) লর্ড লিটনের


১.১৭ হ্যালহেড-এর বাংলা ব্যাকরণ গ্রন্থ ছাপা হয় -

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৮৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে


১.১৮ 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' - এর বাংলা অক্ষরগুলোর ছবি তৈরি করেন -

(ক) পঞ্চানন কর্মকার

(খ) জেমস অগাস্টাস হিকি

(গ) চার্লস উইলকিনস

(ঘ) উইলিয়াম কেরি

উত্তরঃ (গ) চার্লস উইলকিনস


১,১৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তাঁর বন্ধু মদনমোহন তর্কালঙ্কার যে প্রেসটি স্থাপন করেছিলেন তা হল -

(ক) বীণা যন্ত্র

(খ) ইউ রায় অ্যান্ড সন্স

(গ) সংস্কৃত যন্ত্র

(ঘ) আদর্শ যন্ত্র

উত্তরঃ (গ) সংস্কৃত যন্ত্র


১.২০ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) কলকাতায়

(খ) খড়খপুরে

(গ) হাওড়ায়

(ঘ) রিষড়ায়

উত্তরঃ (ক) কলকাতায়


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close