ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 378
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কাকে 'উড়ন্ত শিখ' বলা হয়?
উত্তরঃ মিলখা সিং
২.১.২ 'কাঙাল হরিনাথ' নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ হরিনাথ মজুমদার
২.১.৩ ভারতের প্রথম কৃষক বিদ্রোহে নাম লেখো।
উত্তরঃ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
২.১.৪ কলকাতা এলবার্ট হলের বর্তমানে নাম কী?
উত্তরঃ ইন্ডিয়ান কফি হাউস
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ফ্রান্সের সেনে ফেল্ডার পাথরের মাধ্যমে লেখার পথিকৃত।
উত্তরঃ ঠিক
২.২.২ ভারতীয় চলচ্চিত্র পৃথিবীর মধ্যে প্রথম বৃহত্তম চলচ্চিত্র শিল্প।
উত্তরঃ ভুল
২.২.৩ 'হিন্দু প্যাট্রিয়ট' ভারতের প্রথম জাতীয় পত্রিকা।
উত্তরঃ ঠিক
২.২.৪ ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাঁচিতে প্রতিষ্ঠা করে 'ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট'।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থাঙ্গুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ ভারতে প্রথম স্থানীয় ইতিহাস লেখা হয় - কাশ্মীর
২.৪.২ ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়ের শহর - কলকাতা
২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা জঙ্গল মহল
২.৪.৪। মহাবিদ্রোহের কেন্দ্র - মিরাট
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : সারা পৃথিবীতেই ছাপা বইয়ের জনক বলা হয় জোহানেস গুটেনবার্গকে।
ব্যাখ্যা ১ ঃ তিনি ছাপাখানায় আধুনিকতা আনেন।
ব্যাখ্যা ২ ঃ তাঁর হাতেই ছাপাখানার সূত্রপাত।
ব্যাখ্যা ৩ ঃ তিনি লোহার হরফ তৈরি করেন।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ তিনি ছাপাখানায় আধুনিকতা আনেন।
২.৫.২ বিবৃতি ঃ সাধারণ ও প্রান্তিক মানুষের কথা ইতিহাসে স্থান পেয়েছে।
ব্যাখ্যা ১ ঃ এঁরা সংখ্যায় অধিক বলে।
ব্যাখ্যা ২ ঃ যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে।
ব্যাখ্যা ৩ ঃ এঁরাই প্রকৃত ইতিহাসের স্রষ্টা বলে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এঁরাই প্রকৃত ইতিহাসের স্রষ্টা বলে।
২.৫.৩ বিবৃতি : উনিশ শতক বাংলাত শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ।
ব্যাখ্যা ১ ঃ বাংলায় ব্রিটিশ শাসনের রমরমা বলে।
ব্যাখ্যা ২ ঃ পুরাতন শিক্ষা ও সংস্কৃতির বদলে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রচলিত হয়।
ব্যাখ্যা ৩ ঃ রাজতন্ত্রের অবসান হওয়ায়।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ পুরাতন শিক্ষা ও সংস্কৃতির বদলে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রচলিত হয়।
২.৫.৪ বিবৃতি ঃ ভারতের প্রথম দিকের কৃষক আন্দোলনগুলি পরিচালিত হয় ধর্মীয় নামাবলি গায়ে দিয়ে।
ব্যাখ্যা ১ ঃ মানুষ ছিল তখন খুবই ধর্ম ভীরু।
ব্যাখ্যা ২ ঃ ধর্মই মানুষকে রক্ষা করবে এই আশায়।
ব্যাখ্যা ৩ ঃ জনসমর্থন আদায় ও পুলিশের চোখে ধুলো দিতে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জনসমর্থন আদায় ও পুলিশের চোখে ধুলো দিতে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ