Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 378 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 378 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTOTY

PAGE - 378


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ বৈজ্ঞানিক ইতিহাসের জনক -

(ক) হেরোডোটাস

(খ) থুকিদিদিস

(গ) ইরফান হাবিব

(ঘ) ই এইচ কার

উত্তরঃ (খ) থুকিদিদিস


১.২ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা -

(ক) কুস্তি

(খ) হকি

(গ) হা-ডু-ডু

(ঘ) ফুটবল

উত্তরঃ (গ) হা-ডু-ডু


১.৩ চলচ্চিত্রের জনক -

(ক) সত্যজিৎ রায়

(খ) দাদা সাহেব ফালকে

(গ) অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের

(ঘ) টমাস আলভা এডিসন

উত্তরঃ (খ) দাদা সাহেব ফালকে


১.৪ ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ -

(ক) ঋকবেদ

(খ) বৌদ্ধ জাতক

(গ) বাংলার ইতিহাস

(ঘ) রাজতরঙ্গিনী

উত্তরঃ (ঘ) রাজতরঙ্গিনী


১.৫ বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা -

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন

(গ) সম্বাদ কৌমুদি

(ঘ) বামাবোধিনী 

উত্তরঃ উপরের কোনোটিই নয় (দিগদর্শণ)


১.৬ ভারতের বেকন -

(ক) হরিনাথ মজুমদার

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ (ঘ) অক্ষয় কুমার দত্ত


১.৭ 'ক্যালকাটা স্কুল সোসাইটি' প্রতিষ্ঠা করেন -

(ক) রাধাকান্ত দেব

(খ) রাজা রামমোহন রায়

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (গ) ডেভিড হেয়ার


১.৮ 'গোলদিঘির গোলামখানা' বলে ব্যঙ্গ করা হত -

(ক) প্রেসিডেন্সি কলেজকে

(খ) ফোর্ট উইলিয়াম কলেজকে

(গ) বেথুন স্কুলকে

(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়কে

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়কে


১.৯ ভারতে প্রথম অরণ্য আইন চালু হয় -

(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১০ সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব বলেছেন -

(ক) ঐতিহাসিক হান্টার

(খ) জে বি নটন

(গ) সুপ্রকাশ রায়

(ঘ) রোমিলা থাপার

উত্তরঃ (গ) সুপ্রকাশ রায়


১.১১ ভারতের যে বিদ্রোহ প্রথম গেরিলা যুদ্ধ পদ্ধতি অনুসরণ করে -

(ক) মুন্ডা বিদ্রোহ

(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(গ) চুয়াড় বিদ্রোহ

(ঘ) খাসি বিদ্রোহ

উত্তরঃ (ক) মুন্ডা বিদ্রোহ


১.১২ 'দার-উল-হারব' কথার অর্থ -

(ক) নবজাগরণ 

(খ) ধর্মীয় দেশ

(গ) বিধর্মীর দেশ

(ঘ) বিশৃঙ্খলার দেশ

উত্তরঃ (গ) বিধর্মীর দেশ


১.১৩ ভারতের মেকিয়াভেলি নামে খ্যাত -

(ক) তাঁতিয়া টোপি

(খ) লক্ষ্মীবাঈ

(গ) নানা সাহেব

(ঘ) কুনুয়ার সিং

উত্তরঃ ফড়নবীশকে


১.১৪ 'বিদেশের ঠাকুর ফেলিয়া স্বদেশের কুকুরও পূজা করিব' বলেন -

(ক) অক্ষয়কুমার দত্ত

(খ) বিনবা ভাবে

(গ) ঈশ্বর গুপ্ত

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) ঈশ্বর গুপ্ত


১.১৫ রাজনৈতিক সমিতি গঠনের প্রথম পদক্ষেপ -

(ক) ভারত সভা

(খ) জাতীয় কংগ্রেস

(গ) জমিদার সভা

(ঘ) জাতীয় সম্মেলন

উত্তরঃ (ক) ভারত সভা


১.১৬ হিন্দু মেলার অপর নাম -

(ক) মাঘি মেলা

(খ) বসন্ত মেলা

(গ) বৈশাখী মেলা

(ঘ) চৈত্র মেলা

উত্তরঃ (ঘ) চৈত্র মেলা


১.১৭ বাংলা মুদ্রন শিল্পের জনক -

(ক) চার্লস উইলকিনস

(খ) পঞ্চানন কর্মকার

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (ক) চার্লস উইলকিনস


১.১৮ প্রথম সচিত্র বাংলা বই -

(ক) অন্নাদামঙ্গল

(খ) কথামালা

(গ) ছোটোদের রামায়াণ

(ঘ) তোতা ইতিহাস

উত্তরঃ (ক) অন্নাদামঙ্গল


১.১৯ 'হাফটোন ব্লক প্রচলন করেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) পঞ্চানন কর্মকার

(গ) চার্লস উইলকিনস

(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উত্তরঃ (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.২০ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন -

(ক) ডঃ জেনার

(খ) রোনাল্ড রস

(গ) লুই পাস্তুর

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (গ) লুই পাস্তুর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close