ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 356
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ জীবনস্মৃতি
২.১.২ 'বন্দেমাতরম' পত্রিকার স্মপাদক কে ছিলেন?
উত্তরঃ অরবিন্দ ঘোষ
২.১.৩ 'হিন্দু বালিকা বিদ্যালয়' বর্তমান কী নামে পরিচিত?
উত্তরঃ বেথুন স্কুল
২.১.৪ 'দ্য সাইলেন্ট স্প্রিং' কার লেখা?
উতরঃ রাসেল কার্সন
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
উত্তরঃ ভুল
২.২.২ 'বর্তমান ভারত' সুভাষচন্দ্র বসুর লেখা।
উত্তরঃ ভুল
২.২.৩ 'বিধবা বিবাহ আইন' পাশ হয় ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক
২.২.৪ মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন ডঃ রমেশচন্দ্র মজুমদার।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ ফরাজি আন্দোলনের কেন্দ্র
২.৪.৩ দিল্লি-মহাবিদ্রোহের কেন্দ্র
২.৪.৪ শান্তিনিকেতন
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : 'হুতোম প্যাঁচার নকশা' বিদ্রুপ জাতীয় রচনা।
ব্যাখ্যা ১ ঃ এতে ইংরেজ সরকারের সমাচোলনা করা হয়।
ব্যাখ্যা ২ ঃ এতে কলকাতার বাবু সমাজের বিদ্রুপ করা হয়েছে।
ব্যাখ্যা ৩ ঃ এতে বাংলার রাজাদের সমালোচনা করা হয়েছে।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এতে কলকাতার বাবু সমাজের বিদ্রুপ করা হয়েছে।
২.৫.২ বিবৃতি : সরলাদেবীর 'লক্ষ্মীর ভান্ডার' স্থাপন করা হয়েছিল।
ব্যাখ্যা ১ ঃ স্বদেশী পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ ঃ লক্ষ্মীদেবীর আরাধনায় অর্থের যোগান দেওয়ার জন্য।
ব্যাখ্যা ৩ ঃ বিদেশী পন্য বয়কট করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ বিদেশী পন্য বয়কট করার জন্য।
২.৫.৩ বিবৃতি : ১৮১৭ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়।
ব্যাখ্যা ১ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।
ব্যাখ্যা ২ ঃ এদেশে হিন্দু ভাবধারা প্রসারের উদ্দেশ্যে।
ব্যাখ্যা ৩ ঃ জাতীয়তাবাদ প্রসারের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।
২.৫.৪ বিবৃতি : ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হয়।
ব্যাখ্যা ১ : এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।
ব্যাখ্যা ২ ঃ এর দ্বারা সিপাহিদের পুরস্কৃত করা হয়।
ব্যাখ্যা ৩ ঃ এর দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১ : এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ