LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 356 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 356 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 356



বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -

(ক) উনিশ শতকে

(খ) আঠারো শতকে

(গ) বিংশ শতকে

(ঘ) সপ্তদশ শতকে

উত্তরঃ (গ) বিংশ শতকে


১.২ সাব-অলর্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) ইরফান হাবিব

(গ) রণজিৎ গুহ

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (গ) রণজিৎ গুহ


১.৩ ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় -

(ক) ঋত্বিক ঘটককে

(খ) সত্যজিৎ রায়কে

(গ) দাদাসাহেব ফালকে

(ঘ) রাজ কাপুরকে

উত্তরঃ (গ) দাদাসাহেব ফালকে


১.৪ ভারতে ক্রিকেট খেলা প্রবর্তন করেন -

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা


১.৫ 'জীবনের ঝরাপাতা' আত্মজীবনী হল -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মান্না দের

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (গ) সরলাদেবী চৌধুরানী


১.৬ 'এ হিস্ট্রি অফ হিন্দু কেমেস্ট্রি' গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) অ্যালবার্ট আইনস্টাইন

উত্তরঃ (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়


১.৭ 'নীলদর্পন' নাটকটি রচনা করেন -

(ক) দীনবন্ধু মিত্র

(খ) মধুসূধন দত্ত

(গ) কালী প্রসন্ন সিংহ

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়

উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র


১.৮ দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে 'ব্রহ্মনন্দ' উপাধি দেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) দ্বারকানাথ ঠাকুরকে

(গ) কেশবচন্দ্র সেনকে

(ঘ) স্বামী বিবেকানন্দকে

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেনকে


১.৯ 'হুতোম প্যাঁচার নকশা' ছদ্মনাম নামে পরিচিতি হলেন -

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ


১.১০ 'চুঁইয়ে পড়া নীতি'র প্রবক্তা হলেন -

(ক) লর্ড বেন্টিক

(খ) ট্মাস মেকলে

(গ) মার্শম্যান

(ঘ) ডিরোজিও

উত্তরঃ (খ) ট্মাস মেকলে


১.১১ প্রথম 'ভারতীয় অরণ্য আইন' পাশ হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১২ কে নিজেকে 'ধরতি আবা' বলে ঘোষণা করেছেন -

(ক) সিধু

(খ) কানু

(গ) বীরসা মুন্ডা

(ঘ) ভৈরব

উত্তরঃ (গ) বীরসা মুন্ডা


১.১৩ বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন -

(ক) বীরসা মুন্ডা

(খ) তিতুমির

(গ) দিগম্বর বিশ্বাস

(ঘ) দুদ মিঞা

উত্তরঃ (খ) তিতুমির


১.১৪ নীল কমিশন গঠিত হয় -

(ক) ১৮৫৬ সালে

(খ) ১৮৭৮ সালে

(গ) ১৮৭০ সালে

(ঘ) ১৮৬০ সালে

উত্তরঃ (ঘ) ১৮৬০ সালে


১.১৫ 'Eighteen Fifty Seven' গ্রন্থের লেখক হলেন -

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

(গ) বীর সাভারকার

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন


১.১৬ উনিশ শতককে 'সভা সমিতির যুগ' বলেছেন -

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) ডঃ অনিল শীল

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) রমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (খ) ডঃ অনিল শীল


১.১৭ 'ভারত সভা' প্রতিষ্ঠা হয় -

(ক) ১৮৭৭ সালে

(খ) ১৮৭৬ সালে

(গ) ১৮৭০ সালে

(ঘ) ১৮৫৩ সালে

উত্তরঃ (খ) ১৮৭৬ সালে


১.১৮ ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল -

(ক) বেঙ্গল গেজেট

(খ) দিগদর্শন

(গ) সমাচার দর্পন

(ঘ) সংবাদ সমাচার

উত্তরঃ (গ) সমাচার দর্পন


১.১৯ 'ক্রেসকোগ্রাফ' গ্রন্থটির আবিষ্কারক হলেন -

(ক) মেঘনাদ সাহা

(খ) মহেন্দ্রলাল সরকার

(গ) প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু


১.২০ 'আনন্দমঠ' উপন্যাস আছে -

(ক) সাঁওতাল বিদ্রোহের

(খ)মুন্ডা বিদ্রোহের

(গ) মহাবিদ্রোহের

(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা

উত্তরঃ (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close