Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 312 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 312 Part 1

 ABTA MADYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY 

PAGE - 312


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন -

(ক) রামচন্দ্র গুহ

(খ) অমলেশ ত্রিপাঠী

(গ) রণজিৎ গুহ

(ঘ) সুমিত সরকার

উত্তরঃ (গ) রণজিৎ গুহ


১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন -

(ক) চলচ্চিত্রের সঙ্গে

(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে

(গ) ক্রীড়া জগতের সঙ্গে

(ঘ) নৃত্যশৈলীর সঙ্গে

উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে


১.৩ 'মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন -

(ক) রমেশচন্দ্র দত্ত

(খ) রমেশচন্দ্র মজুমদার

(গ) রজনীপাম দত্ত

(ঘ) যদুনাথ সরকার

উত্তরঃ (ঘ) যদুনাথ সরকার


১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বৎসর' প্রথম প্রকাশিত হয় -

(ক) সন্ধ্যা পত্রিকায়

(খ) প্রবাসী পত্রিকায়

(গ) বঙ্গদর্শন পত্রিকায়

(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়

উত্তরঃ (খ) প্রবাসী পত্রিকায়


১.৫ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো -

(ক) দিগদর্শন

(খ) সমাচারদর্পন

(গ) বঙ্গদর্শন

(ঘ) বামাবোধিনী

উতরঃ (ক) দিগদর্শন


১.৬ 'নীলদর্পন' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) রেভাঃ জেমস লঙ

উত্তরঃ (ঘ) রেভাঃ জেমস লঙ


১.৭ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে


১.৮ 'সর্বধর্ম সমন্বয়ের' আদর্শ প্রচার করেছিলেন -

(ক) রাজা রামমোহন রায়

(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(গ) লালন ফকির

(ঘ) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

উত্তরঃ (ঘ) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব


১.৯ চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন -

(ক) তিতুমির 

(খ) দূর্জন সিং

(গ) সিধু

(ঘ) বুদ্ধ ভগত

উত্তরঃ (খ) দূর্জন সিং


১.১০ বিরসা মুন্ডা মারা যান -

(ক) কলেরা রোগে

(খ) যক্ষ্মা রোগে

(গ) পুলিশের অত্যাচারে

(ঘ) অনাহারে

উত্তরঃ (ক) কলেরা রোগে


১.১১ ভারতে ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন -

(ক) আবদুল ওয়াহাব

(খ) করম শাহ

(গ) হাজি শরিয়ৎ উল্লাহ

(ঘ) চিরাগ আলি

উত্তরঃ (গ) হাজি শরিয়ৎ উল্লাহ


১.১২ পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হত -

(ক) 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায়

(খ) 'বামাবোধিনী' পত্রিকায়

(গ) 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকায়

(ঘ) 'সমাচার দর্পন' পত্রিকায়

উত্তরঃ (ক) 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায়


১.১৩ মহাবিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) লক্ষ্মীবাঈ

(খ) বেগম হজরত মহল

(গ) মঙ্গল পান্ডে

(ঘ) নানাসাহেব

উত্তরঃ (খ) বেগম হজরত মহল


১.১৪ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো -

(ক) জাতীয় কংগ্রেস

(খ) ভারত সভা

(গ) জমিদার সভা

(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

উত্তরঃ (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা


১.১৫ 'ভাতীয়্য জাতীয়তাবাদের গীতা' বলা হয় -

(ক) বর্তমান ভারতকে

(খ) পথের দাবীকে

(গ) আনন্দমঠকে

(ঘ) নীলদর্পন নাটককে

উত্তরঃ (গ) আনন্দমঠকে


১.১৬ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় -

(ক) অবনীদ্রনাথ ঠাকুরকে

(খ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে

(গ) নন্দলাল বসুকে

(ঘ) রামকিংকর বেজকে

উত্তরঃ (ক) অবনীদ্রনাথ ঠাকুরকে


১.১৭ বাংলায় উন্নত 'লাইনোটাইপ' তৈরি করেন -

(ক) পঞ্চানন কর্মকার

(খ) সুরেশচন্দ্র মজুমদার

(গ) চার্লস উইলকিনস

(ঘ) ব্রাসি হ্যালহেড

উত্তরঃ (খ) সুরেশচন্দ্র মজুমদার


১.১৮ প্রথম 'সচিত্র বাংলা বই' হলো -

(ক) অন্নদামঙ্গল

(খ) শিশুশিক্ষা

(গ) ক্ষীরের পুতুল

(ঘ) হিতোপদেশ

উত্তরঃ (ক) অন্নদামঙ্গল


১.১৯ 'ক্রেসকোগ্রাফ' যন্ত্রের আবিষ্কারক হলেন -

(ক) ডঃ মহেন্দ্রলাল সরকার

(খ) সি ভি রমন

(গ) তারকনাথ পালিত

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু


১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close