LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 291 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 291 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 291


বিভাগ - খ


Download History App : Madhyamik History Suggestion 2022


২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দাও) :


উপবিভাগ  : ২.১


২.১.১ উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন?

উত্তরঃ ধ্রুপদী এবং লোকনৃত্য


২.১.২ 'নীলদর্পন' নাটকের ইংরাজী অনুবাদকের নাম কী?

উত্তরঃ মাইকেল মধুসূধন দত্ত


২.১.৩ অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তরঃ বেগম হজরত মহল


২.১.৪ কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯০১ সালে


উপবিভাগ ঃ ২.২


ঠিক বা ভুল নির্ণয় করো ঃ


২.২.১ হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী।

উত্তরঃ ঠিক


২.২.২ ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস।

উত্তরঃ ভুল


২.২.৩ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিপাহি বিদ্রোহের সমালোচনা করেন।

উত্তরঃ ভুল


২.২.৪ 'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করে ছিলেন।

উত্তরঃ ভুল


উপবিভাগ ঃ ২.৩


'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ পোশাকের ইতিহাস

(১) ঈশ্বরচন্দ্র গুপ্ত

২.৩.২ সম্বাদ প্রভাকর

(২) জেমস অগাস্টাস হিকি

২.৩.৩ কোল বিদ্রোহ

(৩) কার্ল কোহলার

২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা

(৪) সুই মুন্ডা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.৩.১ পোশাকের ইতিহাস

(৩) কার্ল কোহলার

২.৩.২ সম্বাদ প্রভাকর

(১) ঈশ্বরচন্দ্র গুপ্ত

২.৩.৩ কোল বিদ্রোহ

(৪) সুই মুন্ডা

২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা

(২) জেমস অগাস্টাস হিকি


উপবিভাগ ঃ ২.৪


প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ


২.৪.১ ভারতের জাতীয় মহাফেজখানায় অবস্থান দিল্লি

২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা

২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র - যশোহর

২.৪.৪ ১৮৫৭-র মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র - মিরাট


উপবিভাগ ঃ ২.৫


নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :


২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী 'জীবনের ঝরাপাতায়' জাতীয় সংগ্রামের নানা তথ্য ফুটে উঠেছে।

ব্যাখ্যা ১ ঃ এই বই থেকে সরলাদেবী চৌধুরানীর ব্যাক্তিগত জীবনের কথা জানা যায়।

ব্যাখ্যা ২ ঃ এই বই থেকে স্বদেশী আন্দোলনের নানা কথা জানা যায়।

ব্যাখ্যা ৩ ঃ এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়।


২.৫.২ বিবৃতি ঃ রামমোহন রায় লর্ড আমর্হাস্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিস্টাব্দে)।

ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।

ব্যাখ্যা ২ ঃ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।


২.৫.৩ বিবৃতি ঃ বাংলার জমিদাররা 'জমিদার সভা' গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়।

ব্যাখ্যা ১ ঃ জমিদাররা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ জমিদাররা নিজেদের স্বার্থরক্ষার প্রয়োজন অনুভব করে।

ব্যাখ্যা ৩ ঃ দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল।


২.৫.৪ বিবৃতি ঃ শিশুশিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য।

ব্যাখ্যা ১ ঃ শিশুশিক্ষার জন্য বিদ্যাসাগর সরকারের কাছে আবেদন জানান।

ব্যাখ্যা ২ ঃ শিশুশিক্ষার জন্য বিদ্যাসাগর অকাতরে অর্থ ব্যয় করতেন।

ব্যাখ্যা ৩ ঃ শিশুশিক্ষার বিষয়ে বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়' বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ শিশুশিক্ষার বিষয়ে বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়' বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close