ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 291
বিভাগ - ক
Download History App : Madhyamik History Suggestion 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন -
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়া জগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(ঘ) পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে
১.৩ 'মানুষ ও পরিবেশ' বইটির লেখক হলেন -
(ক) ইরফান হাবিব
(খ) র্যাচেল কারসন
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) মহেশ রঙ্গরাজন
উত্তরঃ (ক) ইরফান হাবিব
১.৪ সামরিক ইতিহাস চর্চা শুরু হয় -
(ক) ফ্রান্সে
(খ) জার্মানিতে
(গ) ইংল্যান্ডে
(ঘ) হল্যান্ডে
উত্তরঃ (গ) ইংল্যান্ডে
১.৫ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) উমেশচন্দ্র দত্ত
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) শিশিরকুমার ঘোষ
উত্তরঃ (খ) উমেশচন্দ্র দত্ত
১.৬ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) হরিশচন্দ্র মুখার্জী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ (ক) গিরিশচন্দ্র ঘোষ
১.৭ বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন -
(ক) কলভিল
(খ) ট্মাস মেকলে
(গ) কোলব্রুক
(ঘ) উইলসন
উত্তরঃ (খ) ট্মাস মেকলে
১.৮ 'ব্রহ্মনন্দ' নামে পরিচিত ছিলেন -
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন
১.৯ রংপুরের ইজারাদার ছিলেন -
(ক) নুরুলউদ্দিন
(খ) দেবী সিংহ
(গ) দয়ারাম শীল
(ঘ) জগন্নাথ সিংহ
উত্তরঃ (ক) নুরুলউদ্দিন
১.১০ ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন -
(ক) চিরাগ আলি
(খ) করিম শাহ
(গ) গয়া মুন্ডা
(ঘ) শিউরাম
উত্তরঃ (ঘ) শিউরাম
১.১১ জমি 'আল্লাহ-র দান' - কথাটি বলেছিলেন -
(ক) তিতুমির
(খ) শরিয়ত উল্লাহ
(গ) মইনউদ্দিন
(ঘ) মহম্মদ মহসিন
উত্তরঃ (ঘ) মহম্মদ মহসিন
১.১২ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -
(ক) তিতুমির
(খ) বিরসা মুন্ডা
(গ) টিপু শাহ
(ঘ) মজনু শাহ
উত্তরঃ (ক) তিতুমির
১.১৩ ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি -
(ক) বিহার
(খ) উত্তরপ্রদেশ
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
১.১৪ মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিয়ুক্ত হন -
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তরঃ (খ) লর্ড ক্যানিং
১.১৫ 'সভা-সমিতির যুগ' হিসেবে পরিচিত -
(ক) অষ্টাদশ শতক
(খ) ঊনবিংশ শতক
(গ) বিশ শতক
(ঘ) একবিংশ শতক
উত্তরঃ (খ) ঊনবিংশ শতক
১.১৬ 'খলব্রাহ্মণ' চিত্রটি এঁকেছেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) নন্দলাল বসু
(গ) সরলাদেবী চৌধুরানী
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৭ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো -
(ক) ফরাসিদের
(খ) ইংরেজদের
(গ) পর্তুগীজদের
(ঘ) ভারতীয়দের
উত্তরঃ (গ) পর্তুগীজদের
১.১৮ ইউ এন রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় -
(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
১.১৯ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন -
(ক) মধুসূদন গুপ্ত
(খ) রামমোহন রায়
(গ) তারকনাথ পালিত
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) আশুতোষ মুখোপাধ্যায়
১.২০ 'রমন এফেক্ট' আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পান -
(ক) মেঘনাদ সাহা
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) ডঃ হেমেন্দ্রকুমার সেন
(ঘ) সি ভি রমন
উত্তরঃ (ঘ) সি ভি রমন
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ