ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 312
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেছিলেন?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
২.১.২ প্রথম বাঙালি নারী চিকিৎসক কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী
২.১.৩ দেবী সিংহ কে ছিলেন?
উত্তরঃ পশ্চিম ভারতে পানিপথের কাছে এক গ্রামের বৈশ্য সম্প্রদায়ের নারী ছিলেন। ওয়ারেন হেস্টিংস তাঁকে দেওয়ানী দেন।
২.১.৪ বাংলা মুদ্রন শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তরঃ চার্লস উইলকিনসকে
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য হলো ভারতনাট্যম।
উত্তরঃ ঠিক
২.২.২ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কুষ্ঠিয়া থেকে প্রকাশিত হতো।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার' হলেন গোলকচন্দ্র নন্দী।
উত্তরঃ ভুল
২.২.৪ 'কলকাতা স্কুলবুক সোসাইটি' স্থাপিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থাঙ্গুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.২ মুন্ডাবিদ্রোহের এলাকা
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র - ব্যারাকপুর
২.৪.৪ শান্তিনিকেতন
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি ঃ 'সত্তর বৎসর' বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়।
ব্যাখ্যা ১ ঃ এটি আত্মজীবনী বলে।
ব্যাখ্যা ২ ঃ বইটিতে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে।
ব্যাখ্যা ৩ ঃ বইটিতে জীবনী ও সমসাময়িক সত্য ঘটনাবলী রয়েছে।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বইটিতে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে।
২.৫.২ বিবৃতি ঃ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা।
ব্যাখ্যা ১ ঃ ভালো মানুষকে হুতোম বলে ব্যঙ্গ করা হয়েছে।
ব্যাখ্যা ২ ঃ সমাজ ও রাজনীতিকে ব্যঙ্গ করা হয়েছে।
ব্যাখ্যা ৩ ঃ কলকাতার বাবু সমাজের সমালোচনা করা হয়েছে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কলকাতার বাবু সমাজের সমালোচনা করা হয়েছে।
২.৫.৩ বিবৃতিঃ ব্রিটিশোরা মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল।
ব্যাখ্যা ১ ঃ ভারতীয়দের শিক্ষিত করতে চেয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ ভারিতীয়দের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানীর কর্মচারীদের তা জানানোর জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানীর কর্মচারীদের তা জানানোর জন্য।
২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন।
ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি শিক্ষা ভারত গঠন করতে পারে।
ব্যাখ্যা ২ ঃ প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ বিরোধের রূপ নেয়।
ব্যাখ্যা ৩ ঃ প্রকৃতির কোলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ প্রকৃতির কোলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ