Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 333 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 333 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 333


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন -

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা


১.২ ইন্টারনেটের আবির্ভাব হয় -

(ক) ১৯৪০-র দশকে

(খ) ১৯৫০-র দশকে

(গ) ১৯৬০-র দশকে

(ঘ) ১৯৯০-র দশকে

উত্তরঃ (খ) ১৯৫০-র দশকে


১.৩ বিজয়ী মোহনবাগান দল আই এফ এ শিল্ডে পরাজিত করে -

(ক) ওয়েস্ট ইয়র্কশায়ার দলকে

(খ) ইষ্ট ইয়র্কশায়ার দলকে

(গ) সাউথ অয়র্কশায়ার দলকে

(ঘ) নর্থ ইয়র্কশায়ার দলকে

উত্তরঃ (খ) ইষ্ট ইয়র্কশায়ার দলকে


১.৪ 'The Feminine Mystique' নামক গ্রন্থটির (১৯৬৩ খ্রিস্টাব্দে) রচনাকারী হলেন -

(ক) মেরি ওলস্টনক্রাফট

(খ) লুসি স্টোন

(গ) বেটি ফ্রিয়েডান

(ঘ) জি ফরবেশ

উত্তরঃ (গ) বেটি ফ্রিয়েডান


১.৫ 'বামাবোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশিরকুমার ঘোষ

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত


১.৬ 'সাধারণ জনশিক্ষা কমিটি' গঠিত হয় -

(ক) ১৮০৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে


১.৭ 'নববিধান' প্রতিষ্ঠা করেছিলেন -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) জ্যোতিবা ফুলে

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন


১.৮ 'প্রশ্নোত্তর' গ্রন্থটি লিখেছিলেন -

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) জ্যোতিবা ফুলে

(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(ঘ) লালান ফকির

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ


১.৯ জার্মান কৃষিবিদ ভয়েলকার কবে ভারতে আসেন? -

(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে


১.১০ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল -

(ক) মেদিনীপুরে

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটনাগপুরে

(ঘ) রাঁচিতে

উত্তরঃ (গ) ছোটনাগপুরে


১.১১ বাংলায় নীল চাষের প্রথম উদ্যোগ শুরু করেন -

(ক) লুই বোনার্ড

(খ) কার্ল ক্লাস

(গ) জাঁ ফ্রাঁসোয়া জারিজ

(ঘ) ডেভিস

উত্তরঃ (ক) লুই বোনার্ড


১.১২ 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত -

(ক) দিগম্বর বিশ্বাস

(খ) মেঘাই সর্দার

(গ) রামরতন মল্লিক

(ঘ) বিশ্বনাথ সর্দার

উত্তরঃ (গ) রামরতন মল্লিক


১.১৩ 'বন্দেমাতরম' সঙ্গীতটি রচিত হয় -

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে


১.১৪ 'ভারত সভা'র কার্যক্রমে যুক্ত ছিলেন -

(ক) কেশবচন্দ্র সেন

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) গগণেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


১.১৫ এখানে আলাদা গোত্রের উপাদানটি হল -

(ক) ভারতমাতা

(খ) গোরা

(গ) আনন্দমঠ

(ঘ) বর্তমান ভারত

উত্তরঃ (ক) ভারতমাতা


১.১৬ 'ইন্ডিয়ান আনরেস্ট' গ্রন্থটির লেখক কে? -

(ক) ভ্যালেন্টাইন চিরল

(খ) ডডওয়েল

(গ) দাদাভাই নৌরজি

(ঘ) বিপনচন্দ্র

উত্তরঃ উপরের কোনোটিই নয় (বালগঙ্গাধর তিলক)


১.১৭ ভারতে 'হাফ টোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন -

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিনস

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.১৮ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছিলেন -

(ক) সি ভি রমন

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়

উত্তরঃ (ক) সি ভি রমন


১.১৯ 'বসু বিজ্ঞান মন্দির' কে প্রতিষ্ঠা করেন?

(ক) চন্দ্রমুখী বসু

(খ) আনন্দমোহন বসু

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু


১.২০ ভারতে প্রথম রাশিবিজ্ঞান খোলা হয় -

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(গ) স্কটিশচার্চ কলেজ

(ঘ) কলকাতা মেডিক্যাল কলেজ

উত্তরঃ (ঘ) কলকাতা মেডিক্যাল কলেজ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close