Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 271 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 271 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 271


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারত অলিম্পিক গেমসে হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে -

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে


১.২ কলকাতায় প্রথম নাটক মঞ্চস্থ হয় -

(ক) বেঙ্গল থিয়েটারে

(খ) মিনার্ভা থিয়েটারে

(গ) স্টার থিয়েটারে

(ঘ) অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ

উত্তরঃ (গ) স্টার থিয়েটারে


১.৩ 'একাত্তরের ডায়েরি' গ্রন্থটি লিখেছিলেন -

(ক) সুফিয়া কামাল

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) মনিকুন্তলা সেন

(ঘ) আশাপূর্ণা দেবী

উত্তরঃ (ক) সুফিয়া কামাল


১.৪ প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম -

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন

(গ) দিকদর্শন

(ঘ) সোম্পপ্রকাশ

উত্তরঃ (খ) সমাচার দর্পন


১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার ছিলেন -

(ক) লর্ড ক্যানিং

(খ) উইলিয়াম কোলভিল

(গ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) লর্ড ক্যানিং


১.৬ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম -

(ক) চন্দ্রমুখী বসু

(খ) কাদম্বিনী গাঙ্গুলী

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) সরোজিনী নাইডু

উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গুলী


১.৭ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি প্রকাশ করেন -

(ক) হরিশ্চচন্দ্র মুখার্জী

(খ) হরিনাথ মজুমদার

(গ) উমেশচন্দ্র দত্ত

(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) হরিনাথ মজুমদার


১.৮ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৮৫৫ খ্রিস্টব্দে

(খ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৯৭ খ্রিস্টাব্দে


১.৯ 'হুল' কথাটির অর্থ হল -

(ক) ঈশ্বর 

(খ) স্বাধীনতা

(গ) অস্ত্র

(ঘ) বিদ্রোহ

উত্তরঃ (ঘ) বিদ্রোহ


১.১০ চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল -

(ক) দক্ষিণবঙ্গে

(খ) উত্তরবঙ্গে

(গ) জঙ্গলমহলে

(ঘ) নেপালে

উত্তরঃ (গ) জঙ্গলমহলে


১.১১ তিতুমির যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হল -

(ক) পাবনা বিদ্রোহ

(খ) বারাসাত বিদ্রোহ

(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(ঘ) চুয়াড় বিদ্রোহ

উত্তরঃ (খ) বারাসাত বিদ্রোহ


১.১২ 'দাদন' কথার অর্থ হল -

(ক) অগ্রিম অর্থ

(খ) বেগার শ্রম

(গ) কর

(ঘ) বিদ্রোহ

উত্তরঃ (ক) অগ্রিম অর্থ


১.১৩ সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন -

(ক) মঙ্গল পান্ডে

(খ) নানা সাহেব

(গ) তাঁতিয়া তোপি

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ (ক) মঙ্গল পান্ডে


১.১৪ "Discovery of India' গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) জওহরলাল নেহেরু

(খ) বিনায়ক দামোদর সাভারকর

(গ) রমেশচন্দ্র মজুমদার

(ঘ) রোমিলা থাপার

উত্তরঃ (ক) জওহরলাল নেহেরু


১.১৫ ভাইসরয় হলেন -

(ক) রাজপ্রতিনিধি

(খ) রাজদূত

(গ) রাজ্যপাল

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তরঃ (ক) রাজপ্রতিনিধি


১.১৬ ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় -

(ক) ঋষি অরবিন্দকে

(খ) স্বামী বিবেকানন্দকে

(গ) ক্ষুদিরাম বসুকে

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দকে


১.১৭ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাযার্য হলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) আশুতোষ মুখোপাধ্যায়

(ঘ) সুবোধচন্দ্র মল্লিক

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর


১.১৮ পদার্থ বিদ্যায় নোবেল পুরষ্কার পান -

(ক) মেঘনাদ সাহা

(খ) মহেন্দ্রলাল সরকার

(গ) সি ভি রমন

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (গ) সি ভি রমন


১.১৯ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' যে নামে পরিচিত ছিল তা হল -

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(গ) কল্যানী বিশ্ববিদ্যালয়

(ঘ) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়


১.২০ শ্রীরামপুর ছাপাখানা স্থাপিত হয় -

(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close