ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 249
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তন ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লিতে
২.১.২ সতীদাহ প্রথা কোন্ আইন দ্বারা রদ হয়েছিল?
উত্তরঃ সপ্তদশ আইন দ্বারা
২.১.৩ কোলদের জন্য কবে 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি' গঠন করা হয়?
উত্তরঃ ১৮৩৪ সালে
২.১.৪ কোন্ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফের প্রয়োজন হয়?
উত্তরঃ "A Grammar of the Bengal Language"
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ খেলার ইতিহাস চর্চা হয় চিন দেশে।
উত্তরঃ ভুল
২.২.২ 'মেকলে মিনিট' লর্ড বেন্টিঙ্কের আমলে প্রকাশিত হয়।
উত্তরঃ ঠিক
২.২.৩ হিন্দুমেলার অপর নাম চৈত্র মেলা।
উত্তরঃ ঠিক
২.২.৪ শান্তিনিকেতন আশ্রম প্রথম তৈরী করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ বঙ্গীয় নবজাগরণের কেন্দ্র - কোলকাতা
২.৪.২ মুন্ডাবিদ্রোহের এলাকা - রাঁচি
২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - মিরাট
২.৪.৪ ব্যাপটিস্ট মিশনের কেন্দ্র - শ্রীরামপুর
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।
ব্যাখ্যা ১ ঃ স্বদেশীয়ানা জনপ্রিয় করতে।
ব্যাখ্যা ২ ঃ দরিদ্রকে দান করতে।
ব্যাখ্যা ৩ ঃ লক্ষ্মী পূজার আয়োজন করতে।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ স্বদেশীয়ানা জনপ্রিয় করতে।
২.৫.২ বিবৃতি ঃ সরকার 'জঙ্গলমহল' নামে একটি পৃথক জেলা গঠন করে।
ব্যাখ্যা ১ ঃ বনাঞ্চলের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়।
ব্যাখ্যা ২ ঃ আদিবাসেদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গল জেলা গঠিত হয়।
ব্যাখ্যা ৩ ঃ চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ আদিবাসেদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গল জেলা গঠিত হয়।
২.৫.৩ বিবৃতি ঃ ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১ ঃ বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা ২ ঃ কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
২.৫.৪ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি সমাজ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।
ব্যাখ্যা ১ ঃ বিদ্রোহীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত।
ব্যাখ্যা ২ ঃ শিক্ষিতরা নিজেদের সিপাহীদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ শাসনকে কল্যাণকর বলে মনে করত।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ শাসনকে কল্যাণকর বলে মনে করত।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ