ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 249
বিভাগ - ক
Download History App : Madhyamik History Suggestion 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ 'বিশ্ব নারী দিবস' হিসেবে পালিত হয় -
(ক) ৫ মার্চ
(খ) ৫ জুলাই
(গ) ৮ মার্চ
(ঘ) ৮ জুলাই
উত্তরঃ (গ) ৮ মার্চ
১.২ ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল -
(ক) ভারতনাট্যম
(খ) কথাকলি
(গ) মণিপুরি
(ঘ) কত্থক
উত্তরঃ (ক) ভারতনাট্যম
১.৩ 'দ্য সি অ্যারাউন্ড আস' বইটির লেখক হলেন -
(ক) র্যাচেল কারসন
(খ) আলফ্রেড ক্রসবি
(গ) জে ডি কর্নাল
(ঘ) রিচার্ড গ্রোভ
উত্তরঃ (ক) র্যাচেল কারসন
১.৪ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল -
(ক) বঙ্গদর্শন
(খ) সোমপ্রকাশ
(গ) সুধাকর
(ঘ) দিগদর্শন
উত্তরঃ (খ) সোমপ্রকাশ
১.৫ Calcutta Journal of Medicine' সম্পাদনা করেন -
(ক) উইলিয়াম কেরি
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) রামতনু লাহিড়ী
উত্তরঃ (গ) মহেন্দ্রলাল সরকার
১.৬ পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয় -
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
১.৭ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় -
(ক) জ্ঞানান্বেষণ
(খ) সর্বশুভকারী
(গ) সুলভ সমাচার
(ঘ) পরিচারিকা
উত্তরঃ (খ) সর্বশুভকারী
১.৮ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল -
(ক) চন্দ্রমুখী বোস
(খ) কাদম্বিনী গাঙ্গুলী
(গ) সরলাদেবী চৌধুরানী
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গুলী
১.৯ 'অরণ্য আইন' আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন -
(ক) রিচার্ড গ্রোভ
(খ) ডেইট্রিক ব্রান্ডিস
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) র্যাচেল কারসন
উত্তরঃ (খ) ডেইট্রিক ব্রান্ডিস
১.১০ গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা হল -
(ক) কোল বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) সাঁঅতাল বিদ্রোহ
(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (খ) চুয়াড় বিদ্রোহ
১.১১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে তা হল -
(ক) কমলাকান্তের দপ্তর
(খ) পথের দাবী
(গ) বৈকুন্ঠের উইল
(ঘ) আনন্দমঠ
উত্তরঃ (ঘ) আনন্দমঠ
১.১২ ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল -
(ক) নদীয়ায়
(খ) বীরভূম
(গ) বর্ধমানে
(ঘ) মালদহে
উত্তরঃ (ক) নদীয়ায়
১.১৩ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল -
(ক) মহারানীর ঘোষণাপত্র
(খ) চার্টার আইন
(গ) ইন্ডিয়ান কাউন্সিল আইন
(ঘ) উন্নততর ভারত শাসন আইন
উত্তরঃ (ঘ) উন্নততর ভারত শাসন আইন
১.১৪ 'ভারত সভার' প্রথম সম্পাদক ছিলেন -
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (খ) আনন্দমোহন বসু
১.১৫ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল -
(ক) সোমপ্রকাশ পত্রিকায়
(খ) অমৃতবাজার পত্রিকায়
(গ) বামাবোধিনী পত্রিকায়
(ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
উত্তরঃ (খ) অমৃতবাজার পত্রিকায়
১.১৬ 'ভারতীয় জাতীয়বাদের জনক' বলা হয় -
(ক) ঋষিওরবিন্দকে
(খ) স্বামী বিবেকানন্দকে
(গ) ক্ষুদিরাম বসুকে
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দকে
১.১৭ দক্ষিণ এশিতার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব -
(ক) হিন্দুস্থান প্রেসের
(খ) হিকির প্রেসের
(গ) ইউ রায় অ্যান্ড সন্স
(ঘ) অনারেবল প্রেস কোম্পানি
উত্তরঃ (খ) হিকির প্রেসের
১.১৮ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) কর্নেল রবার্ট কিড
(খ) ডঃ উইলিয়াম রক্সবার্গ
(গ) জেমস রেনেল
(ঘ) জন ম্যাক
উত্তরঃ (খ) ডঃ উইলিয়াম রক্সবার্গ
১.১৯ 'জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক' বলা হয় -
(ক) রাজেন্দ্রলাল মিত্রকে
(খ) নবগোপাল মিত্রকে
(গ) সি ভি রমনকে
(ঘ) মেঘনাদ সাহাকে
উত্তরঃ (গ) সি ভি রমনকে
১.২০ 'বিশ্বভারতী' প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন -
(ক) নন্দলাল বসু
(খ) ব্রজেন্দ্রনাথ শীল
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রামমোহব রায়
উত্তরঃ (খ) ব্রজেন্দ্রনাথ শীল
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ