ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 402
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি ঠিক বা ভুল লেখো (যে কোনো ছয়টি) ঃ
২.১.১ মধ্যগতিতে নদী ব-দ্বীপ গঠন করে।
উত্তরঃ 'অ'
২.১.২ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।
উত্তরঃ 'শু'
২.১.৩ অবরোহন প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।
উত্তরঃ 'অ'
২.১.৪ তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য।
উত্তরঃ 'শু'
২.১.৫ ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকল।
উত্তরঃ 'শু'
২.১.৬ ঠেসমূল চিরহরিৎ উদ্ভিদে দেখা যায়।
উত্তরঃ 'অ'
২.১.৭ আউশ ধান হলজায়িদ শস্য।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ গ্রেড শব্দটি __________ প্রথম ব্যবহার করেন।
উত্তরঃ জি কে গিলবার্ট
২.২.২ বালুকাময় মরুভূমি সাহারাতে __________ নামে পরিচিত।
উত্তরঃ আর্গ
২.২.৩ _________ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন।
উত্তরঃ পক্
২.২.৪ কৃষির সাথে উদ্ভিদ পালনকে __________ বলে।
উত্তরঃ হার্টিকালচার বা উদ্যান কৃষি
২.২.৫ __________ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা।
উত্তরঃ বার্ণপুর - কুলটি
২.২.৬ __________ রাজ্যে নারী-পুরুষের অনুপাত সর্বাধিক ।
উত্তরঃ কেরালা
২.২.৭ রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র __________ অবস্থিত।
উত্তরঃ খড়্গপুরে
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাত কূপ
২.৩.২ পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোন্টি?
উত্তরঃ সোজনে ফিয়র্ড
২.৩.৩ চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ ধ্রিয়ান
২.৩.৪ কোন প্রকার মাটিতে গম চাষ ভাল হয়?
উত্তরঃ মৃদু অম্লধর্মী দোয়াঁশ মাটিতে
২.৩.৫ ভারতের রূঢ় কাকে বলে?
উত্তরঃ দুর্গাপুরকে
২.৩.৬ কোন্ উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র?
উত্তরঃ জেরোফাইট বা মরু উদ্ভিদের
২.৩.৭ ভারতের কোন্ শহরকে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু
২.৪ বামদিকের সাথে ডানদিক মেলাও ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ