ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 658
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ঃ ২.১
একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১.১ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তরঃ জাতীয় মহাফেজখানা
২.১.২ বাংলার কোন্ শতককে নবজাগরণের শতক বলা হয়?
উত্তরঃ উনিশ শতককে
২.১.৩ চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ দুর্জন সিং
২.১.৪ কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করোঃ
২.২.১ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
উত্তরঃ ভুল
২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন লর্ড ক্যানিং।
উত্তরঃ ভুল
২.২.৩ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ ঠিক
২.২.৪ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তরঃ ঠিক
উপবিভাগ ঃ ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ
২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা
২.৪.৩ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.৪ বারাসাত বিদ্রোহের এলাকা
উপবিভাগ ঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ
২.৫.১ বিবৃতি ঃ স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন।
ব্যাখ্যা ১ ঃ ইংরেজ শাসনের সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা ২ ঃ দেশপ্রেম ও মানবপ্রেম সৃষ্টির জন্য।
ব্যাখ্যা ৩ ঃ ইংরেজদের গুণগান করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ দেশপ্রেম ও মানবপ্রেম সৃষ্টির জন্য।
২.৫.২ বিবৃতি ঃ একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে।
ব্যাখ্যা ১ ঃ এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা ২ ঃ এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা ৩ ঃ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এটি ছিল একটি কৃষক আন্দোলন।
২.৫.৩ বিবৃতি ঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ১ ঃ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.৪ বিবৃতি ঃ রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।
ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ