LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 658 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 658 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 658


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি -

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) জীবনীগ্রন্থ

(ঘ) আত্মজীবনী

উত্তরঃ (ঘ) আত্মজীবনী


১.২ ভারতের প্রথম চলচ্চিত্রের নাম -

(ক) বিল্বমঙ্গল

(খ) রাজা হরিশচন্দ্র 

(গ) আলম আরা

(ঘ) জামাইষষ্ঠী

উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র 


১.৩ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন -

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসীরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা


১.৪ 'মানুষ ও পরিবেশ' বইটির লেখক হলেন -

(ক) ইরফান হাবিব

(খ) র‍্যাচেল কারসন

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) মহেশ রঙ্গরাজন

উত্তরঃ (ক) ইরফান হাবিব


১.৫ 'বামাবোধিনী' পত্রিকা ছিল -

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ) মাসিক পত্রিকা

(ঘ) ত্রৈমাসিক পত্রিকা

উত্তরঃ (গ) মাসিক পত্রিকা


১.৬ সতীদাহ প্রথা রদ হয় -

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে


১.৭ 'নববিধান' পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন -

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন


১.৮ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন -

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) স্বামী বিবেকানন্দ 

(গ) শ্রীরামকৃষ্ণ দেব

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ দেব


১.৯ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছলেন -

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ


১.১০ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে

উত্তরঃ (খ) তিনটি স্তরে


১.১১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা ছিলেন -

(ক) তিতুমির

(খ) দিগম্বর বিশ্বাস

(গ) নুরুলউদ্দীন

(ঘ) ভবানী পাঠক

উত্তরঃ (ঘ) ভবানী পাঠক


১.১২ 'বন্দেমাতরম' সংগীতটি রচিত হয় -

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে


১.১৩ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন -

(ক) নানা সাহেব

(খ) কুনওয়ার সিং

(গ) মঙ্গল পান্ডে

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ (গ) মঙ্গল পান্ডে


১.১৪ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা


১.১৫ রবীন্দ্রনাথ রচিত 'গোরা' হল একটি -

(ক) কাব্যগ্রন্থ

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) ধর্মগ্রন্থ

উত্তরঃ (গ) উপন্যাস


১.১৬ 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর


১.১৭ 'ইতিহাস মেলা' গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) রমেশচন্দ্র দত্ত

(খ) যদুনাথ সরকার

(গ) উইলিয়াম কেরি

(ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (গ) উইলিয়াম কেরি


১.১৮ ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি চালু করেন -

(ক) সুকুমার রায়

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১.১৯ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯১৭ খ্রিস্টাব্দে


১.২০ 'বিশ্বভারতী' প্রতিষ্ঠা করেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ 

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close