ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 424
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল -
(ক) সূর্য
(খ) বায়ু
(গ) নদী
(ঘ) হিমবাহ
উত্তরঃ (ক) সূর্য
১.২ অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল -
(ক) পুঞ্জিত ক্ষয়
(খ) পর্যায়ন
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
উত্তরঃ (খ) পর্যায়ন
১.৩ পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে -
(ক) হাওড়া
(খ) নদীয়া
(গ) বর্ধমান
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তরঃ (ঘ) পূর্ব মেদিনীপুর
১.৪ মহাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে -
(ক) এসকার
(খ) নুনাটকস
(গ) হিমশৈল
(ঘ) ফিয়র্ড
উত্তরঃ (খ) নুনাটকস
১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে -
(ক) ওয়াদি
(খ) প্লায়া
(গ) স্যালিনা
(ঘ) বাজাদা
উত্তরঃ (ক) ওয়াদি
১.৬ হিমালয়ের উচ্চতম অংশ হল -
(ক) হিমাচল
(খ) শিবালিক
(গ) টেথিস
(ঘ) হিমাদ্রি
উত্তরঃ (ঘ) হিমাদ্রি
১.৭ ভারতের বৃহত্তম কয়াল -
(ক) চিল্কা
(খ) কোলেরু
(গ) ভেন্বানাদ
(ঘ) অষ্টমুডি
উত্তরঃ (গ) ভেন্বানাদ
১.৮ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় -
(ক) গ্রীষ্মকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) শরৎকালে
উত্তরঃ (খ) শীতকালে
১.৯ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে -
(ক) ভাঙ্গর
(খ) ভুর
(গ) খাদার
(ঘ) ভাবর
উত্তরঃ (গ) খাদার
১.১০ কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়?
(ক) পডসল
(খ) সিরোজেম
(গ) লবণাক্ত
(ঘ) কৃষ্ণ
উত্তরঃ (ক) পডসল
১.১১ কোন্টি ভারতে বাগিচা ফসল নয় -
(ক) গম
(খ) চা
(গ) রাবার
(ঘ) কফি
উত্তরঃ (গ) রাবার
১.১২ উদীয়মান শিল্প হল -
(ক) কার্পাস বয়ন
(খ) মোটরগাড়ি
(গ) লৌহ-ইস্পাত
(ঘ) পেট্রোরসায়ন
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন
১.১৩ ভারতে সর্বাধিক সাক্ষর রাজ্য হল -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরল
(গ) বিহার
(ঘ) মেঘালয়
উত্তরঃ (খ) কেরল
১.১৪ সোনালি চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থায় সাথে সম্পর্কিত?
(ক) জলপথ
(খ) রেলপথ
(গ) সড়কপথ
(ঘ) আকাশপথ
উত্তরঃ (গ) সড়কপথ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ