ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 470
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২।
২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ আলাস্কার মালাসাপিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ।
উত্তরঃ 'শু'
২.১.২ বালিকাপূর্ণ মরুভূমিকে সাহারায় আর্গ বলে।
উত্তরঃ 'শু'
২.১.৩ গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
উত্তরঃ 'অ'
২.১.৪ ক্যাকটাস, ফনীমনসা, বাবলা, খেজুর প্রভৃতি উদ্ভিদকে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে।
উত্তরঃ 'শু'
২.১.৫ চুন ও লবণমিশ্রিত দোঁয়াশ মাটি কফি উৎপাদনের পক্ষে উপযুক্ত।
উত্তরঃ 'অ'
২.১.৬ মুম্বাইকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
উত্তরঃ 'অ'
২.১.৭ অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ বায়ুর কার্য প্রাধান্য লাভ করে __________ অঞ্চলে।
উত্তরঃ মরু অঞ্চলে
২.২.২ তুষারমুক্ত পর্বতের শিখরদেশকে বলে ____________।
উত্তরঃ নুনাটাকস
২.২.৩ __________ চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবরকে পৃথক করা যায়।
উত্তরঃ ১০ ডিগ্রী
২.২.৪ __________ কে ভারতের ডেট্রয়েট বলা হয়।
উত্তরঃ চেন্নাইকে
২.২.৫ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল __________।
উত্তরঃ আরাবল্লী
২.২.৬ লিঙ্গ অনুপাত __________ রাজ্যে সবচেয়ে কম।
উত্তরঃ হরিয়ানা
২.২.৭ পরিবেশ রক্ষার __________ শতাংশ অরণ্য থাকা প্রয়োজন।
উত্তরঃ কোন্ অঞ্চলে ১/৩ ভাগ বা ৩৩ শতাংশ
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ ভারতের নিউমূরচরকে বাংলাদেশে কী নামে পরিচিত?
উত্তরঃ নিজস্ব অর্থনৈতিক অঞ্চল
২.৩.২ ফিয়োর্ডের দেশ কাকে বলে?
উত্তরঃ নরওয়েকে
২.৩.৩ বৃষ্টির জল সংরক্ষণে আগ্রণী কোন্ রাজ্যে?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৪ কার্পাস চাষ কোন মৃত্তিকায় সর্বোৎকৃষ্ট হয়?
উত্তরঃ রেগুর বা কৃষ্ণ
২.৩.৫ ধান উৎপাদনে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
২.৩.৬ ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত শিল্প কোন্ দেশের সহযোগিতায় গড়ে ওঠে?
উত্তরঃ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের
২.৩.৭ মুম্বাই নাসিকের মধ্যে গিরিপথটির নাম কী?
উত্তরঃ থলঘাট
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ