Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। সঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১ মন্থকূপ সৃষ্টি হয় -
(ক) নদী
(খ) বায়ু
(গ) সমুদ্রস্রোত
(ঘ) হিমবাহর ক্ষয়কার্যের ফলে
উত্তরঃ (ক) নদী
১.২ সমুদ্র ভাসমান বিশালাকৃতির হিমবাহকে বলা হয় -
(ক) হিমপ্রাচীর
(খ) হিমদ্রোনী
(গ) হিমস্তুপ
(ঘ) হিমশৈল
উত্তরঃ (ঘ) হিমশৈল
১.৩ বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত হয় -
(ক) করি
(খ) বার্খান
(গ) গিরিখাত
(ঘ) ড্রামলিন
উত্তরঃ (খ) বার্খান
১.৪ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় -
(ক) ইনসেলবার্জ
(খ) গৌর
(গ) বালিয়াড়ি
(ঘ) ক্রেভাস
উত্তরঃ (ক) ইনসেলবার্জ
১.৫ হিমবাহের ওপরে সৃষ্ট ফাটলগুলিকে বলা হয় -
(ক) বার্গস্রুড
(খ) ক্রেভাস
(গ) ফিয়র্ড
(ঘ) এরিটি
উত্তরঃ (খ) ক্রেভাস
১.৬ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ -
(ক) গডউইন অস্টিন
(খ) নামচাবারওয়া
(গ) নাঙ্গা পর্বত
(ঘ) আনাইমুদি
উত্তরঃ (ক) গডউইন অস্টিন
১.৭ ভারতের পশ্চিমবাহিনী নদী -
(ক) গঙ্গা
(খ) নর্মদা
(গ) কৃষ্ণা
(ঘ) মহানদী
উত্তরঃ (খ) নর্মদা
১.৮ ভারতের কৃষ্ণমৃত্তিকা পরিলক্ষিত হয় -
(ক) ব-দ্বীপ অঞ্চলে
(খ) পার্বত্য অঞ্চলে
(গ) মরু অঞ্চলে
(ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
উত্তরঃ (ঘ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
১.৯ ভারতের জলসেচ বেশি হয় যার মাধ্যমে -
(ক) কূপ ও নলকূপ
(খ) খাল
(গ) জলাশয়
(ঘ) নদী
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.১০ ভারতের উদীয়মান শিল্প -
(ক) পাট শিল্প
(খ) তথ্যপ্রযুক্তি শিল্প
(গ) চা শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন শিল্প
১.১১ ভারতের বৃহত্তম বন্দর -
(ক) চেন্নাই
(খ) মুম্বাই
(গ) কলকাতা
(ঘ) বিশাখাপত্তনম
উত্তরঃ (খ) মুম্বাই
১.১২ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় -
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) দিল্লি
(ঘ) আমেদাবাদকে
উত্তরঃ (ঘ) আমেদাবাদকে
১.১৩ কোন্টি বনজভিত্তিক শিল্প -
(ক) অ্যালুমিনিয়াম
(খ) কাগজ
(গ) বস্ত্র
(ঘ) পাট
উত্তরঃ (খ) কাগজ
১.১৪ কোন্ সংস্থার মাধ্যমে জাতীয় সড়কপথ তৈরি হয় -
(ক) NHDP
(খ) NHAI
(গ) ONGC
(ঘ) GI
উত্তরঃ (খ) NHAI
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ