ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 470
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
১.১ পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন -
(ক) এল সি কিং
(খ) গিলবার্ট
(গ) ওয়েবার
(ঘ) ডেভিস
উত্তরঃ (খ) গিলবার্ট
১.২ মধ্য ও নিম্নগতিতে নদীর আঁকাবাঁকা গতিপথকে -
(ক) প্লাবন ভূমি
(খ) জলপ্রপাত
(গ) মিয়েন্ডার
(ঘ) মন্থকূপ
উত্তরঃ (গ) মিয়েন্ডার
১.৩ বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি -
(ক) নদী উপত্যকা
(খ) পার্বত্য উপত্যকা
(গ) কর্তিত শৈলশিরা
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (ঘ) ঝুলন্ত উপত্যকা
১.৪ মরু অঞ্চলে প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে বলে -
(ক) ইনসেলবার্জ
(গ) গৌর
(গ) ড্রামলিন
(ঘ) বার্খান
উত্তরঃ (ক) ইনসেলবার্জ
১.৫ মরু অঞ্চলে বাজাদা সৃষ্টি হয় -
(ক) হিমবাহের দ্বারা
(খ) মনুদ্র ক্ষয়ের দ্বারা
(গ) বায়ু ও জলধারার দ্বারা
(ঘ) ভৌমজলের দ্বারা
উত্তরঃ (গ) বায়ু ও জলধারার দ্বারা
১.৬ হিমালয় একটি -
(ক) নবীন ভঙ্গিল পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) প্রাচীন ভঙ্গিল পর্বত
উত্তরঃ (ক) নবীন ভঙ্গিল পর্বত
১.৭ পাঞ্জাবের মালভূমির নদী মধ্যবর্তী ভূমিকে বলে -
(ক) ভাবর
(খ) দোয়াব
(গ) ভুর
(ঘ) তাল
উত্তরঃ (খ) দোয়াব
১.৮ নর্মদা নদী উপত্যকা হল -
(ক) হিমবাহ উপত্যকা
(খ) গ্রস্থ উপত্যকা
(গ) পার্বত্য উপত্যকা
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (খ) গ্রস্থ উপত্যকা
১.৯ মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় -
(ক) অম্ল ধর্মী
(খ) ক্ষার ধর্মী
(গ) লবণাক্ত
(ঘ) ঘোনোটিই নয়
উত্তরঃ (গ) লবণাক্ত
১.১০ সবুজ বিপ্লবের ফলে ভারতের কি চাষে প্রভূত উন্নতি হয় -
(ক) গম
(খ) ধান
(গ) কার্পাস
(ঘ) পাট
উত্তরঃ (ক) গম
১.১১ ক্রান্তীয় পূর্বালী জেট সৃষ্টি হয় -
(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শরৎকাল
(ঘ) বসন্তকালে
উত্তরঃ (ক) গ্রীষ্মকাল
১.১২ সংযোজনভিত্তিক শিল্প বলা হয় -
(ক) লৌহ-ইস্পাত
(খ) চা
(গ) মোটরগাড়ি
(ঘ) কার্পাস বয়ন শিল্প
উত্তরঃ (গ) মোটরগাড়ি
১.১৩ সাক্ষরতার হার সর্বাধিক -
(ক) বিহার
(খ) কেরল
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) তেলেঙ্গানাতে
উত্তরঃ (খ) কেরল
১.১৪ ভারতে পাতাল রেল চালু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে -
(ক) কলকাতায়
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) আমেদাবাদ
উত্তরঃ (ক) কলকাতায়
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ