ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 449
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ হিমদ্রোণীর আকৃতি ইংরাজী 'V' আক্ষরের মতো।
উত্তরঃ 'অ'
২.১.২ ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
উত্তরঃ 'অ'
২.১.৩ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম।
উত্তরঃ 'শু'
২.১.৪ ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে।
উত্তরঃ 'অ'
২.১.৫ বিন্ধ্য একটি স্তুপ পর্বত।
উত্তরঃ 'শু'
২.১.৬ আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিপ্লের সঙ্গে জড়িত।
উত্তরঃ 'শু'
২.১.৭ কলকাতার মেট্রো রেলপথ ভারতে দীর্ঘতম।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ __________ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো।
উত্তরঃ মিসিসিপি-মিসৌরি
২.২.২ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন __________ পর্বতে অবস্থিত।
উত্তরঃ কারাকোরাম
২.২.৩ ধুঁইয়াধর জলপ্রপাত __________ নদীতে সৃষ্টি হয়েছে।
উত্তরঃ নর্মদা
২.২.৪ রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক, রুক্ষ, উদ্ভিদহীন অঞ্চলকে বলে __________।
উত্তরঃ মরুস্থলি
২.২.৫ ভারতে সর্বাধিক __________ শ্রেণির কফির চাষ হয়।
উত্তরঃ রোবাস্টা
২.২.৬ ভারতে সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় __________ রাজ্যে।
উত্তরঃ বিহার
২.২.৭ __________ কে 'উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার' বলে।
উত্তরঃ কানপুরকে
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতশীর্ষকে কী বলে?
উত্তরঃ নুনাটাকস
২.৩.২ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?
উত্তরঃ সাল্টো এজ্ঞেল
২.৩.৩ গ্রীষ্মে উত্তর-পশ্চিম ভারতে সৃষ্টি ধূলিঝড় কী নামে পরিচিত?
উত্তরঃ আঁধি
২.৩.৪ অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে?
উতরঃ তেলেঙ্গনা
২.৩.৫ ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?
উত্তরঃ কঞ্চনজঙ্ঘা
২.৩.৬ ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম করো।
উতরঃ গম
২.৩.৭ পশ্চিমবঙ্গের কোথায় রেলইঞ্জিন নির্মিত হয়?
উত্তরঃ চিত্তরঞ্জন
২.৩.৮ ভারতের কোন্ পরিবহণ ব্যবস্থাকে 'ভারতের জীবনরেখা' বলা হয়।
উত্তরঃ রেলপথকে
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ