ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 449
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল -
(ক) ক্যানিয়ন
(খ) পললব্যজনী
(গ) প্লাবন ভূমি
(ঘ) ব-দ্বীপ
উত্তরঃ (ক) ক্যানিয়ন
১.২ নদী, হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল -
(ক) উৎপাদন ক্ষয়
(খ) অপবাহণ ক্ষয়
(গ) অবঘর্ষ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (গ) অবঘর্ষ ক্ষয়
১.৩ Basket of egg topography দেখা যায় যে ভূমিড়ুপ অঞ্চলে -
(ক) সার্ক
(খ) ড্রামলিন
(গ) ফিয়র্ড
(ঘ) এসকার
উত্তরঃ (খ) ড্রামলিন
১.৪ মিশরের কাতারা হল একটি -
(ক) লোয়েশ ভূমি
(খ) গৌর
(গ) বার্খান
(ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ
উত্তরঃ (ঘ) অপবাহনে সৃষ্ট হ্রদ
১.৫ একটি নীতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ -
(ক) গোবি
(খ) সাহারা
(গ) থর
(ঘ) কালাহারি
উত্তরঃ (ক) গোবি
১.৬ ভারতের প্রমাণ দ্রাঘিমা -
(ক) 82⁰30' পূর্ব
(খ) 84⁰30' পূর্ব
(গ) 86⁰30' পূর্ব
(ঘ) 88⁰30' পূর্ব
উত্তরঃ (ক) 82⁰30' পূর্ব
১.৭ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখন্ডে অবস্থিত -
(ক) চিল্কা হ্রদ
(খ) কোলেরু হ্রদ
(গ) পুলিকট হ্রদ
(ঘ) লোকটাক হ্রদ
উত্তরঃ (খ) কোলেরু হ্রদ
১.৮ নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে -
(ক) ভাঙ্গার
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) ভূর
উত্তরঃ (ক) ভাঙ্গার
১.৯ ভারতের শীতলতম অঞ্চল্টি হল -
(ক) জয়সলমীর
(খ) লে
(গ) নাথুলা
(ঘ) দ্রাস
উত্তরঃ (ঘ) দ্রাস
১.১০ পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম -
(ক) কলসুবাই
(খ) ভাভুলমালা
(গ) জিন্দাগাড়া
(ঘ) আনাইমুদি
উত্তরঃ (খ) ভাভুলমালা
১.১১ ভারতে লৌহ ইস্পাত ও সংকর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে -
(ক) জামশেদপুরে
(খ) ভিলাইতে
(গ) রৌরকেল্লাই
(ঘ) দুর্গাপুরে
উত্তরঃ (ঘ) দুর্গাপুরে
১.১২ ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা -
(ক) ৪০০০ জন
(খ) ৪৫০০ জন
(গ) ৫০০০ জন
(ঘ) ৬০০০ জন
উত্তরঃ (গ) ৫০০০ জন
১.১৩ ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে -
(ক) সিকিমে
(খ) মিজোরামে
(গ) অরুণাচল প্রদেশে
(ঘ) রাজস্থানে
উত্তরঃ (গ) অরুণাচল প্রদেশে
১.১৪ ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হল -
(ক) কলকাতা বন্দর
(খ) মুম্বাই বন্দর
(গ) বিশাখাপত্তনম বন্দর
(ঘ) মার্মাগাঁও বন্দর
উত্তরঃ (খ) মুম্বাই বন্দর
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ