Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২।
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং 'অশুদ্ধ হলে 'অ' লেখো (৬টি করো) :
২.১.১ উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায়।
উত্তরঃ 'শু'
২.১.২ বার্খান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে।
উত্তরঃ 'শু'
২.১.৩ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল নায়াগ্রা।
উত্তরঃ 'অ'
২.১.৪ ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ১৯৫৩ সালে।
উত্তরঃ 'শু'
২.১.৫ ভারতের উচ্চতম সড়কপথ হল লে থেকে লাসা।
উত্তরঃ 'অ'
২.১.৬ ধুঁয়াধার জলপ্রপাত কৃষ্ণা নদীর উপর অবস্থিত।
উত্তরঃ 'অ'
২.১.৭ ভারতের সবুজ বিপ্লব পাজ্ঞাব-হরিয়ানা রাজ্যে প্রথম দেখা গিয়েছিল।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (৬টি করো) :
২.২.১ সিয়াচেন হিমবাহটি __________ পর্বতে অবস্থিত।
উত্তরঃ কারাকোরাম
২.২.২ ডিম ভর্তি ঝুড়ি ___________ ভূমিরূপকে বলা হয়।
উত্তরঃ ড্রামলিন
২.২.৩ দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে __________ বলে।
উত্তরঃ করিডর
২.২.৪ ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় __________ শহরে।
উত্তরঃ কলকাতায়
২.২.৫ ভারতের সর্বোচ্চ মালভূমি হল __________ মালভুমি।
উত্তরঃ লাদাখ
২.২.৬ ভারতের হাইটেক বন্দর __________ বন্দরকে বলা হয়।
উত্তরঃ জওহরলাল নেহেরু বন্দরকে
২.২.৭ 'স্থিতিশীল উন্নয়ন' ধারণাটি প্রথম উল্লেখ করেন __________।
উত্তরঃ এভাবেলফোর
২.৩ দু-এক কথায় উত্তর দাও (৬টি করো) :
২.৩.১ ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।
উত্তরঃ দামোদর নদী পরিকল্পনা
২.৩.২ কাসকেড কাকে বলে?
উত্তরঃ অসংখ্য ছোট-বড়ো রেপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে ক্যাসকেড বলে।
২.৩.৩ পৃথিবীর দ্রুততম হিমবাহ কোন্টি?
উত্তরঃ Jakobshavan
২.৩.৪ কোন্ স্থানকে ভারতের ম্যাঞ্চেস্টার বলে?
উত্তরঃ আমেদাবাদকে
২.৩.৫ অর্থকরী ফসল বলতে কি বোঝ?
উত্তরঃ কোন অঞ্চলে যখন ব্যাপক চাহিদা যুক্ত ফসল মূলত অর্থ উপার্জনের বা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তখন তাকে অর্থকারী ফসল বলে। যেমন - পাট, কফি ইত্যাদি।
২.৩.৬ আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?
উত্তরঃ দক্ষিণ ভারতে
২.৩.৭ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ গডউইন অস্টিন
২.৩.৮ ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
উত্তরঃ ভেম্বানাদ
২.৪ স্তম্ভ মেলাও "
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
পঠট
উত্তরমুছুননদীর গতিপথে মমহ কূপ সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় ফলে তা হলে
উত্তরমুছুন