Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 559 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 559 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 559


বিভাগ - ক


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


১.১ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে, তা হল -

(ক) আরোহণ 

(খ) অবরোহণ

(গ) পর্যায়ন

(ঘ) আবহবিকার

উত্তরঃ (খ) অবরোহণ


১.২ প্রস্তরময় মরুভূমিকে বলে -

(ক) রেগ

(খ) আর্গ

(গ) হামাদা

(ঘ) বাজাদা

উত্তরঃ (ক) রেগ


১.৩ ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় -

(ক) ক্যানিয়ন

(খ) মন্থকূপ

(গ) জলপ্রপাত

(ঘ) পলিশঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত


১.৪ শিকড় আলগা শিল্প হল -

(ক) লৌহ-ইস্পাত শিল্প

(খ) কাগজ শিল্প

(গ) চিনি শিল্প

(ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প

উত্তরঃ (ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প


১.৫ বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল -

(ক) লোয়েস

(খ) বার্খান

(গ) পেডিমেন্ট

(ঘ) ইয়ার্দাং

উত্তরঃ (গ) পেডিমেন্ট


১.৬ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানকারী রাজ্য হল -

(ক) মহারাষ্ট্র

(খ) গুজরাট

(গ) কর্ণাটক

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) মহারাষ্ট্র


১.৭ হিমসিঁড়িতে জল জমে সৃষ্ট হ্রদকে বলে -

(ক) করি হ্রদ

(খ) কেটল হ্রদ

(গ) প্লায়া হ্রদ

(ঘ) প্যাটারনস্টার হ্রদ

উত্তরঃ (ঘ) প্যাটারনস্টার হ্রদ


১.৮ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় -

(ক) ভাঙ্গার

(খ) তরাই

(গ) সিয়ং

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) ভাঙ্গার


১.৯ তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হল -

(ক) দিবং

(খ) সাংপো

(গ) সিয়ং

(ঘ) যমুনা

উত্তরঃ (খ) সাংপো


১.১০ পীরপাঞ্জল ও জাস্কর পর্বতের মাঝে অবস্থিত -

(ক) দুন উপত্যকা

(খ) কাংড়া উপত্যকা

(গ) ইম্ফল উপত্যকা

(ঘ) কাশ্মীর উপত্যকা

উত্তরঃ (ঘ) কাশ্মীর উপত্যকা


১.১১ ভারতের একক বৃহত্তম শিল্প -

(ক) লৌহ-ইস্পাত

(খ) বস্ত্রবয়ন 

(গ) পাট

(ঘ) পেট্রোরসায়ন

উত্তরঃ (খ) বস্ত্রবয়ন


১.১২ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা -

(ক) দুর্গাপুর 

(খ) সালেম

(গ) জামশেদপুর

(ঘ) ভিলাই

উত্তরঃ (খ) সালেম


১.১৩ ভারতের টেকসিটি বলা হয় -

(ক) চেন্নাই

(খ) নাগপুর

(গ) বেঙ্গালুরু

(ঘ) সিমলা

উত্তরঃ (গ) বেঙ্গালুরু


১.১৪ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে কম -

(ক) বিহার

(খ) কেরল

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) মেঘালয়

উত্তরঃ (ক) বিহার



অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close