LightBlog
Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 537 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papres 2021-2022 Page 537 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE- 537

বিভাগ - ক

Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল -
(ক) নগ্নীভবন
(খ) পর্যায়ন
(গ) অবক্ষেপণ
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (খ) পর্যায়ন

১.২ লোয়েশ সমভূমি দেখা যায় -
(ক) ইয়াং সি কিয়াং
(খ) আমুর
(গ) হোয়াং হো
(ঘ) গঙ্গা নদীর অববাহিকায়
উত্তরঃ (গ) হোয়াং হো

১.৩ হিমবাহ উপত্যকার আকৃতি যে রূপ -
(ক) V
(খ) I
(গ) W
(ঘ) U আকৃতির
উত্তরঃ (ঘ) U আকৃতির

১.৪ সাহারা মরুভূমিতে শিলাময় মরুভূমিকে বলা হয় -
(ক) আর্গ
(খ) কুম
(গ) হামাদা
(ঘ) সেরি
উত্তরঃ (গ) হামাদা

১.৫ 'মাজুলী' নদী দ্বীপটি -
(ক) গঙ্গা
(খ) ব্রহ্মপুত্র
(গ) সিন্ধু
(ঘ) গোদাবরী নদীতে অবস্থিত
উত্তরঃ (খ) ব্রহ্মপুত্র

১.৬ ভারতের উত্তরতম বিন্দুটির নাম -
(ক) ইন্দিরা পয়েন্ট
(খ) ইন্দিরা কল
(গ) কন্যাকুমারিকা
(ঘ) লাদাক
উত্তরঃ (খ) ইন্দিরা কল

১.৭ 'গ্রেট গ্রিন ওয়াল' অবস্থিত -
(ক) আফ্রিকা
(খ) দক্ষিণ আমেরিকা
(গ) উত্তর আমেরিকা
(ঘ) ইউরোপ মহাদেশে
উত্তরঃ (ক) আফ্রিকা

১.৮ ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় -
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শরৎকালে
(ঘ) শীতকালে
উত্তরঃ (ঘ) শীতকালে

১.৯ ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত -
(ক) যোধপুর
(খ) নাগপুর
(গ) ভূপাল
(ঘ) চিকমাগালুর
উত্তরঃ (ক) যোধপুর

১.১০ সব শিল্পের মেরুদন্ড বলা হয় -
(ক) লৌহ-ইস্পাত শিল্প
(খ) কার্পাস বয়ন শিল্প
(গ) মোটরগাড়ি নির্মান শিল্প
(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্পকে
উত্তরঃ (ক) লৌহ-ইস্পাত শিল্প

১.১১ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত -
(ক) দিল্লিতে
(খ) মুম্বাইতে
(গ) চেন্নাইতে
(ঘ) কলকাতাতে
উত্তরঃ (ক) দিল্লিতে

১.১২ ভারতের জীবনরেখা বলা হয় -
(ক) জলপথ
(খ) রেলপথ
(গ) সড়কপথ
(ঘ) আকাশপথকে
উত্তরঃ (খ) রেলপথ

১.১৩ ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য -
(ক) সিকিম
(খ) অরুণাচলপ্রদেশ
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) গোয়া
উত্তরঃ (খ) অরুণাচলপ্রদেশ

১.১৪ 'আউটসোর্সিং' কথাটি যে শিল্পের সাথে যুক্ত -
(ক) মোটরগাড়ি নির্মান শিল্প
(খ) তথ্যপ্রযুক্তি শিল্প
(গ) পাট শিল্প
(ঘ) চা শিল্প
উত্তরঃ (খ) তথ্যপ্রযুক্তি শিল্প

অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close