ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 635
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
১.১ কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়?
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ (ক) নদী
১.২ পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে -
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহোর মোহনায়
(গ) সিন্ধু নদের মোহনায়
(ঘ) সিমিসিপি-মিসৌরির মোহনায়
উত্তরঃ (ঘ) সিমিসিপি-মিসৌরির মোহনায়
১.৩ কোন্ প্রকার হিমবাহে নুনাটকস দেখা যায় -
(ক) পার্বত্য
(খ) মহাদেশীয়
(গ) পাদদেশীয়
(ঘ) উপকূলীয়
উত্তরঃ (খ) মহাদেশীয়
১.৪ কোন্ প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড়কাটার মতো দাগ পড়ে -
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) অপসারণ
(ঘ) উপলেপন
উত্তরঃ (ক) অবঘর্ষ
১.৫ কোন্ অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায় -
(ক) নিম্ন অক্ষাংশ
(খ) মধ্য অক্ষাংশ
(গ) নিম্ন ও মধ্য অক্ষাংশ
(ঘ) উচ্চ অক্ষাংশ
উত্তরঃ (ঘ) উচ্চ অক্ষাংশ
১.৬ ভারতের প্রমান দ্রাঘিমারেখা হল -
(ক) ৮২⁰৩০' পূর্ব
(খ) ৮৮⁰৩০' পূর্ব
(গ) ৮০⁰৩০' পূর্ব
(ঘ) ৮৬⁰৩০' পূর্ব
উত্তরঃ (ক) ৮২⁰৩০' পূর্ব
১.৭ কয়াল বা লেগুণ দেকা যায় -
(ক) করমন্ডল উপকূলে
(খ) উত্তর সরকার উপকূলে
(গ) কোঙ্কন উপকূলে
(ঘ) মালাবার উপকূলে
উত্তরঃ (ঘ) মালাবার উপকূলে
১.৮ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় -
(ক) তামিলনাড়ু
(খ) কর্ণাটক
(গ) কেরল
(ঘ) মহারাষ্ট্রে
উত্তরঃ (গ) কেরল
১.৯ 'Honey Comb' দেখা যায় যে মৃত্তিকায় -
(ক) ল্যাটেরাইট
(খ) পডসল
(গ) কৃষ্ণ
(ঘ) মরুমাটি
উত্তরঃ (ক) ল্যাটেরাইট
১.১০ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ -
(ক) NH19
(খ) NH27
(গ) NH44
(ঘ) NH47A
উত্তরঃ (গ) NH44
১.১১ গোয়ার 'মার্মাগাঁও' বন্দর বিখ্যাত এই জন্য -
(ক) লোহা রপ্তানিতে
(খ) কফি রপ্তানিতে
(গ) ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর
(ঘ) স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত শুল্কমুক্ত বন্দর
উত্তরঃ (ক) লোহা রপ্তানিতে
১.১২ হীরক চতুর্ভুজ বিষয়টি কোন্ পরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত -
(ক) সড়ক
(খ) রেল
(গ) জলপথ
(ঘ) রজ্জুপথ
উত্তরঃ (খ) রেল
১.১৩ ঠিক জোড়াটি নির্বাচন কর -
(ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল-পর্বত
(খ) দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী - নর্মদা
(গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের - চিরহরিৎ বৃক্ষ
(ঘ) উত্তর - পূর্ব ভারত - কৃষ্ণ মৃত্তিকা
উত্তরঃ (গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের - চিরহরিৎ বৃক্ষ
১.১৪ ভাকরা-নাঙ্গাল কোন্ নদের ওপর নির্মিত পরিকল্পনা -
(ক) শতদ্রু
(খ) ইরাবতী
(গ) চন্দ্রভাগা
(ঘ) বিতস্তা
উত্তরঃ (ক) শতদ্রু
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ