ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 608
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২।
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ; লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ করি ভূমিরূপ ফ্রান্সের সার্ক নামে পরিচিত।
উত্তরঃ 'শু'
২.১.২ ইডেন খাল বিহারে অবস্থিত।
উত্তরঃ 'অ'
২.১.৩ ইক্ষু একটি পানীয় ফসল।
উত্তরঃ 'অ'
২.১.৪ নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয়।
উত্তরঃ 'শু'
২.১.৫ কাংড়া উপত্যকা হিমাচলপ্রদেশে অবস্থিত।
উত্তরঃ ;শু'
২.১.৬ ভারতের নবীনতম রাজ্যটি হল ঝাড়খণ্ড।
উত্তরঃ 'অ'
২.১.৭ লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ নদীর ক্ষয়চক্রের শেষ সীমা __________।
উত্তরঃ সমুদ্রতল
২.২.২ 'U' আকৃতির হিমবাহ উপত্যকাকে __________ বলে।
উত্তরঃ হিমদ্রোনী
২.২.৩ দুটি সিফ বালিয়াড়ির মাঝের অংশকে __________ বলে।
উতরঃ করিডর
২.২.৪ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় __________ সালে।
উত্তরঃ ১৯৫৩ সালে
২.২.৫ __________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তরঃ শিলং
২.২.৬ রাজস্থানের ধূলিঝড় __________ নামে পরিচিত।
উত্তরঃ আঁধি
২.২.৭ ঝুমচাষ __________ ভারতে বেশি দেখা যায়।
উত্তরঃ উত্তর-পূর্ব ভারতে
২.৩ একটি বা দুটি উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃকথ করে তার নাম লেখো।
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.২ ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম লেখো।
উত্তরঃ সিয়াচেন
২.৩.৩ ভারতের বৃহত্তম নদী-দ্বীপ কোন্টি?
উত্তরঃ মাজুলী
২.৩.৪ উপকূলীয় অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তরঃ লবণাম্বু বা ম্যানগ্রোভ
২.৩.৫ ভারতের কোন্ মৃত্তিকাতে কার্পাস চাষ হয়?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকাতে
২.৩.৬ ভারতের সিলিকন ভ্যালি কোন্ শহরকে বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরু
২.৩.৭ সর্বশেষ জনগণনা হয়েছে কোন্ সালে?
উত্তরঃ ২০১১ সালে
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ