ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 635
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে।
উত্তরঃ 'শু'
২.১.২ ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী।
উত্তরঃ 'অ'
২.১.৩ হিমবাহের বহন কাজের ফলে ড্রামলিন গঠিত।
উত্তরঃ 'অ'
২.১.৪ রাজস্থানের চলমান বালিয়াড়ি হল ধান্দ।
উত্তরঃ 'অ'
২.১.৫ লা নিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে।
উত্তরঃ 'শু'
২.১.৬ ব্রহ্মপুত্র নদের 'মাজুলি' পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ।
উত্তরঃ 'অ'
২.১.৭ ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে __________।
উত্তরঃ পেডিমেন্ট
২.২.২ জলপ্রপাতের পাদদেশে তৈরি গর্তের নাম __________।
উত্তরঃ প্রপাত কূপ
২.২.৩ দেশের নবতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল __________ এবং __________।
উত্তরঃ জম্মু কাশ্মীর এবং লাদাখ
২.২.৪ একটি ইলেকট্রনিক ডক ব্যবস্থা হল __________।
উত্তরঃ ই-মেল
২.২.৫ কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু-নীচু ভূভাগ হল __________।
উত্তরঃ মালনাদ
২.২.৬ 'বাদাবন' বলা হয় __________ অরণ্যকে।
উত্তরঃ ম্যানগ্রোভ
২.২.৭ তুলা গাছকে নষ্ট করে __________ নামক এক প্রকার পোকা।
উত্তরঃ বল উইভিল
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ কোন্ জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল?
উত্তরঃ উষ্ণ ও শুষ্ক বা মরু জলবায়ুতে
২.৩.২ উত্তর চিনের হোয়াঙ্ঘো নদী অববাহিকায় যে লোয়েশ সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমির বালুকারাশি ও ধূলিকণা?
উত্তরঃ গোবি
২.৩.৩ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ণ শিল্পকেন্দ্র কোন্টি?
উত্তরঃ জামনগর
২.৩.৪ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্টি?
উত্তরঃ খারদুংলা
২.৩.৫ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ আর্গ
২.৩.৬ 'ভারতের ডেট্রয়েট' কোন্ শহরকে বলে?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৭ কোন্ চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুতহারে মৃত্তিকা ক্ষয়ঘটে?
উত্তরঃ ঝুম চাষ
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ