ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 336
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ 'অ'
২.১.২ ড্রেইকান্টারে শিলাখন্ডের তিনদিকেই ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তরঃ 'শু'
২.১.৩ ভারতে চা গবেষণাগার রয়েছে আসামের জোরহাটে।
উত্তরঃ 'শু'
২.১.৪ ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল বিশাখাপত্তনম।
উত্তরঃ 'শু'
২.১.৫ গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়।
উত্তরঃ 'অ'
২.১.৬ সোনালী চতুর্ভূজ প্রকল্প রেল ব্যবস্থার সাথে যুক্ত।
উত্তরঃ 'অ'
২.১.৭ ভারতের কলকাতা শহরে গঙ্গা নদীর নীচ দিয়ে মেট্রো চালু হচ্ছে।
উত্তরঃ 'শু'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থা পূরণ করো। (যে কোনো ছয়টি) :
২.২.১ বরফহীন পর্বতশিখরকে __________ বলে।
উত্তরঃ নুনাটাকস
২.২.২ আফ্রিকার ভিক্তোরিয়া জলপ্রপাত __________ নদীর ওপর অবস্থিত।
উত্তরঃ জাম্বেসি
২.২.৩ শিলাময় মরুভূমির নাম __________।
উত্তরঃ হামাদা
২.২.৪ __________ কে ভারতের কমলালেবুর শহর বলে।
উত্তরঃ নাগপুরকে
২.২.৫ __________ শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়।
উত্তরঃ বেঙ্গালুরু
২.২.৬ আদমসুমারি কথার অর্থ __________।
উত্তরঃ লোক গণনা বা জন গণনা
২.২.৭ ভারতের জাতীয় সড়কপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় __________।
উত্তরঃ NHAI
২.৩ দু-এক কথায় উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
২.৩.১ দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?
উত্তরঃ করিডর
২.৩.২ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?
উত্তরঃ সাল্টো এঞ্জেল
২.৩.৩ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিছিন্ন হলে তাকে কী বলে?
উত্তরঃ ভ্যালি ট্রেন
২.৩.৪ ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কন্টি?
উত্তরঃ লাক্ষাদ্বীপ
২.৩.৫ ভারতে কোন্ ধরনের কফির চাষ বেশি হয়?
উত্তরঃ রোবাস্টা
২.৩.৬ শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্ত কে?
উত্তরঃ অগাস্ট লস
২.৩.৭ ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৭৬%
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ