ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 358
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ "পর্যায়ন" শব্দটি প্রথম ব্যবহার করেন -
(ক) ডেভিস
(খ) কিং
(গ) গিলবার্ট
(ঘ) পেঙ্ক
উত্তরঃ উপরের কেউই নন ( চেম্বারলিন ও স্যালিসবারি)
১.২ কোন্ ভূমিরূপকে Mushroom Rocks বলা হয় -
(ক) ইয়ারদাঙ
(খ) গৌর
(গ) জুগ্যান
(ঘ) ইনসেলবার্জ
উত্তরঃ (খ) গৌর
১.৩ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল -
(ক) সাগরদ্বীপ
(খ) মাজুলি
(গ) ইলহো-দ্য-মারজো
(ঘ) নিউমুর
উত্তরঃ (গ) ইলহো-দ্য-মারজো
১.৪ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল -
(ক) ভার্ব
(খ) নব
(গ) এসকার
(ঘ) গ্রাবরেখা
উত্তরঃ (খ) নব
১.৫ করির মধ্যে দেওয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল -
(ক) ক্রেভাস
(খ) বার্গস্রুন্ড
(গ) সার্ক
(ঘ) হিমদ্রোণী
উত্তরঃ (খ) বার্গস্রুন্ড
১.৬ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল -
(ক) মহানদী
(খ) গোদাবরী
(গ) কৃষ্ণা
(ঘ) কাবেরী
উত্তরঃ (খ) গোদাবরী
১.৭ মরুঅঞ্চলের উদ্ভিদকে বলে -
(ক) মেসোফাইট
(খ) জেরোফাইট
(গ) হ্যালোফাইট
(ঘ) হেলিওফাইট
উত্তরঃ (খ) জেরোফাইট
১.৮ শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত -
(ক) কাবেরী
(খ) কৃষ্ণা
(গ) গোদাবরী
(ঘ) নর্মদা
উত্তরঃ (ক) কাবেরী
১.৯ 'ভারতের পূর্বতম বিন্দু হল -
(ক) কিবিথু
(খ) গুহার মোটার
(গ) ইন্দিরা পয়েন্ট
(ঘ) ইন্দিরা কল
উত্তরঃ (ক) কিবিথু
১.১০ ভারতের বৃহত্তম উপহ্রদ হল -
(ক) চিল্কা
(খ) ভেন্বানাদ
(গ) অষ্টমুদি
(ঘ) পুলিকট
উত্তরঃ (ক) চিল্কা
১.১১ পূর্ব রেলপথের সদর দপ্তর হল -
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) চেন্নাই
(ঘ) দিল্লী
উত্তরঃ (খ) কলকাতা
১.১২ আম্রবৃষ্টি লক্ষ্য করা যায় -
(ক) উত্তর ভারতে
(খ) দক্ষিণ ভারতে
(গ) পূর্ব ভারতে
(ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে
১.১৩ উকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত -
(ক) উড়িষ্যায়
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্রে
(ঘ) বিহারে
উত্তরঃ (খ) গুজরাট
১.১৪ ভারতের বৃহত্তম জেলা হল -
(ক) গুজরাটের কচ্ছ
(খ) কেরলের মাহে
(গ) পঃবঙ্গের নদীয়া
(ঘ) মহারাষ্ট্রের সাতারা
উত্তরঃ (ক) গুজরাটের কচ্ছ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ