ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 358
বিভাগ - খ
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি) ঃ
২.১.১ শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত।
উত্তরঃ 'শু'
২.১.২ একটি ধনুকাকৃতি ব-দ্বীপ হল নীলনদের ব-দ্বীপ।
উত্তরঃ 'শু'
২.১.৩ হিমশৈলের ১/৯ অংশ সমুদ্রের জলে ভেসে থাকে।
উত্তরঃ 'শু'
২.১.৪ র্যাডক্লিফলাইন ভারত-শ্রীলঙ্কার সীমারেখা।
উত্তরঃ 'অ'
২.১.৫ চন্দন একটি সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ।
উত্তরঃ 'অ'
২.১.৬ কলকাতা একটি নদী বন্দর।
উত্তরঃ 'শু'
২.১.৭ SAIL -এর সদর দপ্তর হল দুর্গাপুর।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্টের উচ্চতা হ্রাস পায় তাকে __________ বলে।
উত্তরঃ অবরোহন
২.২.২ হিমদ্রোণী গঠিত হয় __________ এর ক্ষয় কার্যের ফলে।
উত্তরঃ হিমাবাহের
২.২.৩ পাঞ্জাবের নতুন পলিগঠিত অঞ্চলকে __________ বলে।
উত্তরঃ বেট
২.২.৪ খারিপ শষ্য চাষের জন্য __________ আবহাওয়া প্রয়োজন।
উত্তরঃ উষ্ণ-আর্দ্র
২.২.৫ ইক্ষু উৎপাদনে ভারতে __________ রাজ্য প্রথমস্থান অধিকার করে।
উত্তরঃ উত্তর প্রদেশ
২.২.৬ হিমালয় পর্বতের ৪০০০ মিটার উচ্চতায় ________ উদ্ভিদ দেখা যায়।
উত্তরঃ সরলবর্গীয়
২.২.৭ ভারতের বৃহত্তম হ্রদ হল __________।
উত্তরঃ উলার
২.২.৮ __________ বন্দরকে আরব সাগরের রানী বলে।
উত্তরঃ কোচি
২.৩ দু-এক কথায় উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ থর মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
উত্তরঃ ওয়াদি
২.৩.২ উপত্যকা হিমবাহের সম্মুখ ভাগকে কী বলে?
উত্তরঃ
২.৩.৩ বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
২.৩.৪ SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমান্ডুতে
২.৩.৫ বরদৈইছিলা কী?
উত্তরঃ কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈছিলা বলে।
২.৩.৬ কলকাতার সহযোগী বন্দর কোন্টি?
উত্তরঃ হলদিয়া
২.৩.৭ ভারতের দীর্ঘতম জাতীয় সরকপথ কোন্টি?
উত্তরঃ ৪৪ নং
২.৩.৮ পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কোন্টি?
উত্তরঃ ন্যাপথা
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিল্যে লেখো ঃ
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ